1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেক অর্থ চাইল জাতিসংঘ

৫ ডিসেম্বর ২০১৬

যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের শিকার মানুষদের সহায়তা করে জাতিসংঘের ওসিএইচএ সংস্থা৷ আগামী বছর এই কাজের জন্য ২২.২ বিলিয়ন ডলারের সহায়তা চেয়েছে সংস্থাটি৷

https://p.dw.com/p/2TkeT
রোহিঙ্গা
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই অর্থ চাওয়া হয়৷ ‘ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স' বা ওসিএইচএ-এর প্রধান স্টেফান ও'ব্রায়ান জানান, ৩৩টি দেশের প্রায় ৯৩ মিলিয়ন মানুষকে সহায়তার জন্য এই অর্থ প্রয়োজন হবে৷ এর মধ্যে প্রতি তিন জনের একজন মানুষের বাস যুদ্ধবিধ্বস্ত তিনটি দেশে – সিরিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেনে৷ ৯৩ মিলিয়ন ছাড়া আরও প্রায় ৩৬ মিলিয়ন মানুষের সহায়তা লাগতে পারে বলে ধারণা করছে জাতিসংঘের ঐ সংস্থাটি৷

ও'ব্রায়ান বলেন, যে পরিমাণ অর্থ চাওয়া হচ্ছে তা থেকে এটা বলা যেতে পারে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে রকম অবস্থার সৃষ্টি হয়েছিল এখন সেই পরিস্থিতি বিরাজ করছে৷ ৮০ শতাংশ সংকটের জন্য মানুষের কারণে সৃষ্ট বিভিন্ন সংঘাত দায়ী বলে মন্তব্য করেন তিনি৷ এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে৷

আগের কথা

১৯৯২ সাল থেকে জাতিসংঘ পরের বছরের জন্য সম্ভাব্য অর্থ সহায়তা চেয়ে আসছে৷ ঐ বছর ২.৭ বিলিয়ন ডলার চাওয়া হয়েছিল৷ আর গত বছর প্রথমে চাওয়া হয়েছিল ২০.১ বিলিয়ন ডলার৷ পরে সেটি বেড়ে দাঁড়িয়েছিল ২২.১ বিলিয়ন ডলারে৷ তবে দাতাদের কাছ থেকে পাওয়া গিয়েছিল মাত্র ১১.৪ বিলিয়ন ডলার৷

২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় তিন লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে৷ আর ঘর ছাড়া হয়েছে দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক৷ ২০১৭ সালে সিরিয়ার মানুষের জন্যই সবচেয়ে বেশি অর্থ সহায়তা চেয়েছে জাতিসংঘ৷ এর পরেই আছে দক্ষিণ সুদান, যেখানে ২০১৩ সাল থেকে গৃহযুদ্ধ চলছে৷ তিন নম্বরে আছে ইয়েমেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য