1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২২ সালে বিশ্বকাপের আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া

২৬ জুলাই ২০১০

২০১৮ কিংবা ২০২২ সাল৷ অনেক দিন বাকি৷ কিন্তু এর মধ্যে শুরু হয়েছে সেই বছরে কে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করবে সেই বিষয়ে দৌড়ঝাঁপ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ এই খেলা আয়োজনের জন্য নিজেদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করেছে৷

https://p.dw.com/p/OUzv
ছবি: AP

এসব দেশগুলোর একটি অস্ট্রেলিয়া৷ তাদের আশা, ২০২২ সালটি তাদের জন্য৷

সেই অস্ট্রেলিয়ায় এখন পৌঁছে গেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বা ফিফার উচ্চ পদস্থ একটি প্রতিনিধি দল৷ নেতৃত্বে রয়েছেন চিলির ককারল্ড মাইনে নিকোলিস৷ যিনি ফিফার চিলি শাখার সভাপতি৷

ছয় সদস্যর এই পরিদশর্ক দলকে বেশ সম্মান দেখিয়েছে অস্ট্রেলিয়া৷ সিডনি হার্বারের পাশে সিডনি অপেরা হাউজে সেখানকার আদিবাসীদের বিশেষ অগ্নি উৎসবের আয়োজন করা হয়েছিল৷ অস্ট্রেলিয় ফুটবল ফেডারেশনের বক্তব্য হচ্ছে, তারা এসেছেন, আমরা কি করে এই ফুটবল আয়োজনটিকে মনোমুগ্ধকর করতে পারি, তা দেখতে৷ আমরা এর ছোট্ট একটি উদাহরণ দেখিয়েছি মাত্র৷

Boxing Day in Australia, Segelwettrennen in Sidney
ছবি: AP

অস্ট্রেলিয়া এর আগে অলিম্পিকের আয়োজন করেছিল বেশ ঘটা করেই৷ এবার তাদের এই আশা কি পূর্ণ হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আসেনি৷ কিন্তু অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকজন সংশ্লিষ্ট উচ্চপদস্থ কমর্কর্তা ফিফা পরিদর্শক দলটির সঙ্গে আলাপ আলোচনা করে এবং দলের সদস্যদের সরেজমিনে বিভিন্ন স্থান পরিদর্শন করিয়ে বলছেন, ‘আমরাও পারি৷'

২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপের আয়োজনে আগ্রহী দেশগুলোর মধ্যে ফিফার এই পরিদর্শক দল ইতিমধ্যে সফর করেছেন জাপান এবং দক্ষিণ কোরিয়া৷ এরপর তারা যাবেন নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে৷ তাদের যাবার কথা রয়েছে রাশিয়া, ব্রিটেন, স্পেন পর্তুগাল, মার্কিন যুক্তরাস্ট্র এবং কাতারেও৷

এই দেশগুলোর মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং কাতার চাইছে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে৷ তবে এখনি কিন্তু এ বিষযে কোন সিদ্ধান্ত আসছে না৷ আগামী ডিসেম্বরে ফিফার ২৪ সদস্যের নির্বাহী পরিষদ বসবে বৈঠকে৷ সেখানেই হবে এ নিয়ে সিদ্ধান্ত৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক