1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৭শে জুন বাংলাদেশে হরতাল ডাকলো বিএনপি

১৯ মে ২০১০

বিভাগীয় শহরগুলোতে বিএনপি মহাসমাবেশের কর্মসূচি শুরু হয় চট্টগ্রাম থেকে৷ তারপর বরিশাল, খুলনা এবং রাজশাহীতে মহাসমাবেশ হয়৷ প্রতিটি সমাবেশেই ভাষণ দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷

https://p.dw.com/p/NS6O
মহাজোট ক্ষমতায় আসার পর বিরোধী দল বিএনপি সারা দেশে এই প্রথম হরতালের ডাক দিলছবি: Mustafiz Mamun

বুধবার ঢাকার পল্টন ময়দানের সমাবেশে খালেদা জিয়া অভিযোগ করেন, সমাবেশ আসতে লোকজনকে পথে পথে বাধা দেয়া হয়েছে৷ খালেদা জিয়া তাঁর বক্তৃতায় সরকারের গত দেড় বছরের নানা কাজের সমালোচনা করেন৷ তিনি বলেন, এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে৷ তিনি তার ৪ দলীয় জোট সরকারের সাফল্যের বর্ণনাও করেন৷ খালেদা জিয়া বলেন এই সরকারের ওপর জনগণের কোন আস্থা নেই৷ তাই সরকারকে সরে যেতে হবে৷

খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বলেন, এই কর্মসূচি সরকারের জন্য সংকেত৷ কর্মসূচিতে বাধা দেয়া হলে আরো কঠোর আন্দোলনের কর্মসুচি দেয়া হবে৷

খালেদা জিয়া ৯ই জুন ঢাকায় অবস্থান ধর্মঘট, ১৭ই জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং ২৭শে জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন৷ মহাজোট ক্ষমতায় আসার পর বিরোধী দল বিএনপি সারা দেশে এই প্রথম হরতালের ডাক দিল৷

এদিকে আওয়ামী লীগের নেতারা প্রতিক্রিয়ায় বলেছেন, কোন কর্মসূচি দিয়ে সরকারের কিছু করা যাবেনা৷ জনগণই বিএনপির হরতাল কর্মসূচি প্রতিহত করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন