৩০মে-১জুন পর্যন্ত অন্বেষণ কুইজের ফলাফল | পাঠক ভাবনা | DW | 02.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

৩০মে-১জুন পর্যন্ত অন্বেষণ কুইজের ফলাফল

গত সপ্তাহের কুইজের প্রশ্ন ছিলো, গবেষকরা একটি রোবট নিয়ে কাজ করছেন যেটা আবেগ দেখাতে ও কথা বলতে পারে৷ তার নাম কি? সঠিক উত্তর: রোবয়৷ এবার উত্তর এসেছে মোট ৫০০টি৷

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী পাঠক বন্ধু দিদারুল ইকবাল৷ আপনাকে অভিনন্দন৷ আপনার ঠিকানা কুইজের উত্তরের সঙ্গেই রয়েছে৷ তাই আর আলাদাভাবে পাঠানোর প্রয়োজন নেই৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷

উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ ডয়চে ভেলের সকল বন্ধুদের জন্য রইলো শুভেচ্ছা৷

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া

রাজু আহমেদ নামে সেতাবগঞ্জের মাস্টারপাড়া থেকে আমাদের এক বন্ধু অন্বেষণ কুইজে বিজয়ী হয়ে পুরস্কার হাতে পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে:

‘‘আইপডটি পেয়ে আমি অনেক, অনেক খুশি হয়েছি৷ আমি ভেবেছিলাম হয়তো আমার কাছে পর্যন্ত উপহারটি আসবে না৷ সত্যি বলতে কি রেডিও শুনে, কুইজের উত্তর দিয়ে পুরস্কার পাওয়া যায়, এটা আমি জানতাম-ই না! আমি বিভিন্ন দেশের বাংলা খবরের ওয়েবসাইট নিয়মিত দেখি৷ একারণেই ডয়চে ভলে বাংলার ফেসবুক পাতা নিয়মিত দেখা হয়৷ সবচেয়ে মজার বিষয় হলো, আমার জীবনে আমি প্রথমবার দেশের বাইরের যে কুইজে অংশগ্রহণ করেছি সেটা হলো অন্বেষণ কুইজ৷ আর প্রথমবারেই আমি কুইজে বিজয়ী হয়েছি৷ এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে৷

অন্য যে-কোনো ওয়েবসাইটের তুলনায় ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট অনেক সমৃদ্ধ৷ এখানে জানার জন্য, শেখার জন্য অনেক কিছু আছে৷ আমি ডয়চে ভেলের বাংলা পাতার আরও দ্রুত আপডেট চাই৷ ইউক্রেন ইস্যু, রাশিয়া, ইইউ, অ্যামেরিকা, সিরিয়া নিয়ে আরও বেশি নিউজ চাই৷ জানতে চাই রাশিয়া-চীন প্রাকৃতিক গ্যাস চুক্তির পর জার্মানির ভবিষ্যত নিয়ে ভাবনা কি? রাশিয়ার নেতৃত্বে ইউরেশিয়া জোট গঠনের পর জার্মানির প্রতিক্রিয়া কি? আমার বয়সি জার্মানরা তাদের কিভাবে কাটায়? ফেসবুকে আপনারা নিয়মিত পোস্ট করেন তাই ডয়চে ভেলে বাংলার সকল আপডেট জানতে পারি৷ কিন্তু একটা নিউজ আপনারা বারবার শেয়ার করেন দেখে মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে যাই৷ আশা করছি একটা নিউজ খুব বেশি বার শেয়ার করবেন না৷''

বিজয়ী বন্ধুটি আরও লিখেছেন, ‘‘আপনাদের পাঠকদের অংশগ্রহণমূলক কর্মকান্ড বৃদ্ধি করতে হবে, এ সম্পর্কে আমার কিছু প্রস্তাব আছে৷ আজ মেল দীর্ঘ করছি না, যদি আপনারা জানতে চান তবে আমি যত দ্রুত সম্ভব আবার আপনাদের কাছে লিখব৷

কিছু দিন আগে এক ভদ্র মহিলার ছবিতে ক্যাপশন লিখার আয়োজনটা চমত্‍কার ছিল৷ এ রকম আয়োজন আবারো করলে পাঠকদের অংশগ্রহণ বাড়বে৷ পরিশেষে, ডয়চে ভেলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি৷ সবার জন্য শুভেচ্ছা ও শুভ কামনা৷''

বন্ধু রাজু আহমেদ, আপনার ই-মেলের জন্য ধন্যবাদ৷ এখন আমরা আপনার প্রস্তাবের অপেক্ষায় রইলাম৷ আপনি আপনার বয়সি জার্মানদের ‘হবি' সম্পর্কে জানতে চেয়েছেন৷ অবশ্যই জানানো যেতে পারে, তবে আপনি কিন্তু আপনার বয়স কত তা জানাননি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন