1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩০শে নভেম্বর বাংলাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

২৩ নভেম্বর ২০১০

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সোমবার রাতে এমাসের দলীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়৷ খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ৩০ শে নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/QFgt
হরতাল সহ একাধিক কর্মসূচি রেখেছে বিএনপিছবি: Mustafiz Mamun

হরতালের সমর্থনে ২৯শে নভেম্বর সারাদেশে মিছিল- সমাবেশ করবে দলটি৷

এছাড়া বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ থেকে ২৭শে নভেম্বর জেলা এবং উপজেলায় সভা-সমাবেশ, ২৮শে নভেম্বর সভা-সমাবেশ হবে ঢাকাসহ সব বিভাগীয় শহরে৷ বিএনপি জনগণের অধিকার রক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং দু:শাসন দূর করতে হরতালসহ এসব কর্মসূচি দিয়েছে৷

অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন সরকার ও বিরোধী দলের সম্পর্ক এখন হিমাঙ্কের নীচে৷ এর এর শিকার হচ্ছেন দেশের সাধারণ মানুষ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন