1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫ই জুন সকাল-সন্ধ্যা হরতাল ডাকল বিএনপি

১ জুন ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সারা বাংলাদেশে হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ে বিএনপি তার সক্ষমতার প্রমাণ দেবে, জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব৷

https://p.dw.com/p/11SM7
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করছেন৷ বিএনপি এই সিদ্ধান্ত মানবেনা৷ আর এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা হবে৷ তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি৷

তিনি বলেন, বর্তমান সরকার তাদের অধীনে নির্বাচন করে কারচুপির মাধ্যমে আবারো ক্ষমতায় যেতে চায়৷ কিন্তু সে স্বপ্ন পূরণ হবেনা৷ তার মতে আওয়ামী লীগের অধীনে অতীতে কোন নিরপেক্ষ নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবেনা৷ মধ্যবর্তী নির্বাচন আদায়ে বিএনপির সক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী যে প্রশ্ন তুলেছেন তার জবাবে মীর্জা ফকরুল বলেন, প্রধানমন্ত্রী সময়মতই টের পাবেন৷

এদিকে জামায়াতে ইসলামিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার দাবিতে একই দিনে হরতাল ডেকেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক