1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬৫ দিনের মণিপুর অবরোধ ভাঙতে ভারতের কড়া মনোভাব

১৪ জুন ২০১০

স্থল বেষ্টিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নাগা জনগোষ্ঠীর ৬৫ দিনের সড়ক অবরোধ ভাঙতে কেন্দ্রীয় সরকার আধা সামরিক বাহিনী পাঠাচ্ছে৷ লাগাতার এই অবরোধের ফলে মণিপুরে দেখা দিয়েছে অত্যাবশ্যক সামগ্রীর ঘোর আকাল৷

https://p.dw.com/p/NqOK
টি. মুইভা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম – এখনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে নাছবি: UNI

বিদ্রোহী নাগা নেতা এন এস সি এন-আই এম সাধারণ সম্পাদক টি. মুইভাকে মণিপুরে তাঁর পৈতৃক ভিটায় যাবার অনুমতি দিতে মণিপুর সরকার অস্বীকার করার প্রতিবাদে নাগা জনগোষ্ঠী পাল্টা ব্যবস্থা হিসেবে শুরু করে এই সড়ক অবরোধ গত ১২ই এপ্রিল থেকে৷ মণিপুর সরকারের আশঙ্কা, নাগা নেতা মণিপুর, আসাম ও অরুণাচল প্রদেশের নাগা অধ্যুষিত অঞ্চলগুলি নিয়ে বৃহত্তর নাগা রাজ্য নাগালিম গড়ার যে আন্দোলন চালাচ্ছে, তার প্রেক্ষিতে মুইভাকে মণিপুরে ঢুকতে দিলে সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে৷

মণিপুরে যে দুটি জাতীয় হাইওয়ে দিয়ে অন্য রাজ্য থেকে ট্রাকে করে মালপত্র যায়, তার একটি ইম্ফল-ডিমাপুর ৩৯ নং জাতীয় রাজপথ এবং অন্যটি ইম্ফল-শিলচর ৫৩ নং জাতীয় রাজপথ৷ মণিপুরের জীবনরেখা এই দুটি রাজপথই গেছে নাগাল্যান্ডের মধ্য দিয়ে৷ তাই দু'মাস ধরে এই অবরোধের ফলে মণিপুরে দেখা দিয়েছে অত্যাবশ্যক সামগ্রীর তীব্র আকাল৷ পাওয়া যাচ্ছেনা শিশু খাদ্য ও জীবনদায়ি ওষুধপত্র৷ মণিপুরের রিজিওনাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে জরুরি অপারেশন বন্ধ অক্সিজেন সিলিন্ডারের অভাবে৷ জিনিষপত্রের দাম আকাশ ছোঁয়া৷ এক কিলো চাল ১০০ টাকা, এক লিটার পেট্রোল ২০০ টাকা, রান্নার গ্যাসের সিলিন্ডার ১৫০০ টাকা৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জি.কে পিল্লাই নতুন দিল্লিতে বলেছেন, এই পরিস্থিতি আর চলতে দেয়া যায়না৷ অবরোধ ভাঙতে পাঠানো হচ্ছে আধা-সামরিক বাহিনী৷ মালাবাহী ট্রাকগুলিকে পাহারা দিয়ে নিয়ে যাবে আধা-সামরিক বাহিনী৷ পাশাপাশি মঙ্গলবার মণিপুর ও নাগাল্যান্ডের মুখ্য সচিবদ্বয় পরিস্থিতি পর্যালোচনা করবেন৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি মণিপুর সরকার৷

এদিকে, নাগা ছাত্র সংগঠন নতুনদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে নাগা ছাত্র নেতার অভিযোগ, দীর্ঘ দিন ধরে মণিপুর সরকার তাদের অধিকার দমন করে আসায় নাগাদের এই আন্দোলন৷ কমান্ডো ও মণিপুর রাইফেলস নামিয়ে জাতীয় সড়ক অবরোধ শুরু করে মণিপুর সরকার নিজে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: সঞ্জীব বর্মন