1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'৭২ এর সংবিধানে ফিরে যাওয়া, সংসদে বিল আসছে

২৯ মে ২০১০

বুয়েট শান্ত হয়নি৷ ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্রাট বাস চাপায় নিহত হবার পর বিক্ষুদ্ধ ক্যাম্পাস৷ চট্ট্রগাম সিটি কর্পোরেশেনের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু৷ বাংলাদেশের প্রধান দৈনিকগুলোর শিরোনাম এই সব বিষয়৷

https://p.dw.com/p/NcWR
ছবি: picture-alliance/ dpa

কিন্তু এরপরেও যে বিষয়টি নজরে এসেছে তা হচ্ছে সংবিধান পরিবর্তন সংক্রান্ত৷


ইত্তেফাক, প্রথম আলো, সংবাদ, ভোরের কাগজ, জনকন্ঠ, সমকালসহ সকল দৈনিকে খবরটি পেয়েছে সবচেয়ে গুরুত্ব৷ তা হচ্ছে, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের ৭২ এর সংবিধানে ফিরে যাওযা সংক্রান্ত মন্তব্য৷ তিনি জানিয়েছেন, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নয়, সংসদের মাধ্যমে ১৯৭২ এর সংবিধানে ফিরে যাবে সরকার৷ আশরাফুল বলছেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক রয়েছেন৷

পল্টনে দুই সংগঠনের সভা, নিষেধাজ্ঞা জারির চিন্তা

আমাদের সময়ের এক সংবাদে জানানো হয়েছে, জামায়াতে ইসলামী ও যুবলীগ আগামী সোমবার রাজধানীর পল্টন ময়দানে আলাদাভাবে সমাবেশ ডেকেছে৷ দুইটি সংগঠনেরই সমাবেশ একইদিনে হওয়ায় সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা করছে প্রশাসন৷ এসব বিষয় বিবেচনা করে ওইদিন পল্টনে জামায়াত ও যুবলীগ কোনো পক্ষকেই সমাবেশ করতে না দেয়ার কথা ভাবছে প্রশাসন৷

মানবাধিকার সংগঠন এ্যামনেস্টির প্রতিবেদনের প্রতিক্রিয়া


আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ দাবি করেছেন, ক্রসফায়ার বন্ধ হয়ে গেছে৷ ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, দেশে ক্রসফায়ার বন্ধ হয়ে গেছে, এখন আর কোন ক্রসফায়ার নেই৷ জনকন্ঠসহ অন্যান্য পত্রিকা এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে৷

বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি নেই


সমকাল বলছে, বিনামূল্যের পাঠ্যবই ছাপতে হবে প্রায় ২৩ কোটি৷ অথচ, এ বই মুদ্রণের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান 'জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড'র (এনসিটিবি) প্রস্তুতি এখনও শুরুই হয়নি৷ ফলে আগামী বছরে যথাসময়ে পাঠ্যবই মুদ্রণ করা যাবে কি-না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷

গ্রন্থণা: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম