1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৮০ তম জন্মদিন উপলক্ষে অভিনন্দনে সিক্ত হেলমুট কোল

৬ মে ২০১০

জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোলের ৮০ তম জন্মদিন ছিল গত ৩ এপ্রিল৷ জন্মদিনের এক মাস পরে বুধবার এক অনুষ্ঠানে ইউরোপীয় নেতৃবৃন্দের অভিনন্দনে সিক্ত হলেন এই জার্মান নেতা৷

https://p.dw.com/p/NFJu
হেলমুট কোলছবি: AP

স্টেটসম্যান কোল

১৯৮২ থেকে ১৯৯৮, এই দীর্ঘ ১৬ বছর জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউর এই সাবেক নেতা৷ ১৯৯০ সালে দুই জার্মানির পুনরায় একত্রিত হওয়ার পেছনে হেলমুট কোলের অবদান অবিস্মরণীয়৷ ইউরোপীয় ইউনিয়ন গঠন এবং অভিন্ন মুদ্রা ইউরো চালু হওয়ার পেছনে যে কয়জন ইউরোপীয় নেতা মূল ভূমিকা পালন করেছিলেন কোল ছিলেন তার অন্যতম৷ তবে রাজনৈতিক জীবনে আর্থিক কেলেংকারীর মত ঘটনাও তাঁকে মোকাবিলা করতে হয়েছে৷ দেখতে দেখতে জীবনের ৮০টি বসন্ত পার করে ফেলেছেন বর্ষীয়ান এই নেতা৷ এই উপলক্ষে বুধবার জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর লুডভিগ্সহাফেনে তাঁর বাড়িতে হাজির হন জার্মান চ্যান্সেলর সহ ইউরোপের নেতৃবৃন্দ৷

গুরুর প্রতি শ্রদ্ধা

জার্মানির বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রাজনৈতিক গুরু বলা হয় হেলমুট কোলকে৷ ম্যার্কেল তাঁর বক্তৃতায় নিজের রাজনৈতিক জীবনে কোলের অবদানকে স্মরণ করতে ভূলেননি৷ একই সঙ্গে পুনরএকত্রিত জার্মানির জন্য কোলকে আন্তরিক ধন্যবাদও জানান সাবেক পূর্ব জার্মানিতে জন্ম নেওয়া আঙ্গেলা ম্যার্কেল৷ তিনি বলেন, ‘এটা তাঁরই অবদান যে আজ জার্মানি একত্রিত হয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে, হয়ে উঠেছে ইউরোপ এবং গোটা বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার৷' ইউরোপীয় কমিশনের প্রধান হোসে মানুয়েল বারোসো কোলের উদ্দেশ্যে বলেন, আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই অভিন্ন ইউরোপের জন্য তিনি যা করেছেন সেজন্য৷

জাতীয় ও বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দনে সিক্ত কোল তাঁর প্রতিক্রিয়ায় আগতদের উদ্দেশ্যে বলেন, ‘১০ বছর আগেও আমি ভাবিনি যে আমি আমার ৮০ তম জন্মদিন পালন করতে পারবো৷ যাই হোক আমি এই পর্যন্ত চলে এসেছি৷ আপনাদের অনেকেই এসেছেন, অনেকে হয়তো আসতে পারেননি৷ তবে আমি যখন আমার জীবনের দিকে তাকাই তখন কৃতজ্ঞতায় মন ভরে ওঠে৷'

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আরাফাতুল ইসলাম