1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৮৪ বছর বয়সে প্রাথমিক শিক্ষা সমাপনী মুইরার

১১ নভেম্বর ২০১০

শিক্ষার জন্য বয়স কখনো বাধা হতে পারে না৷ বুড়ো হয়েও শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পথ খোলা থাকে৷ এমন কথা শুধু নীতি বাক্যই নয়, বাস্তবেও তা ঘটতে পারে - এমন প্রমাণ দিলেন ৮৪ বছর বয়সি কেনীয় নাগরিক অ্যালান নিওরোগে মুইরা৷

https://p.dw.com/p/Q5fT
শিখতে চাইলে বয়স কোন বাধা নয়, প্রমাণ করলেন মুইরা (ফাইল ফটো)

বয়স এখন ৮৪৷ আট সন্তানের জনক মুইরা৷ ৬০ বছর আগে ব্রিটিশ উপনিবেশ শাসনামলে তাঁকে বাধ্য করা হয়েছিল বিদ্যালয় ছাড়তে৷ ১৯৪৪ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মিশন স্কুলে পড়েছিলেন তিনি৷ কিন্তু তারপরেই আটক হন জরুরি আইন চলাকালে৷ দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেলেও শিক্ষা গ্রহণ আর ভাগ্যে জোটেনি মুইরার৷

৬০ বছর পর এখন তো আর উপনিবেশিকরা নেই৷ সুতরাং শিক্ষার সুযোগ গ্রহণে বাধা কিসের? আর বয়স হলেই কী হলো, শিক্ষার ক্ষেত্রে লজ্জার কিছু নেই৷ এমন উৎসাহমূলক চিন্তা-ভাবনার পর গত বছর নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন মুইরা৷ শুধু ভর্তিই নয়, দুই বছর বেশ আগ্রহ নিয়ে লেখাপড়া করে এবার বসেছেন প্রাথমিক শিক্ষা সমাপনী সনদের জন্য নির্ধারিত পরীক্ষায়৷

কেবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মুইরা বলেন, লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি৷ খুব শখ ছিল আইন বিষয়ে পড়ার৷ তিনি বলেন, সারাজীবনই তিনি বঞ্চনার শিকার হয়েছেন৷ তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাঁর জমিজমা৷ তাঁকে না জানিয়েই এসব জমি ভাগবাটোয়ারা করা হয়েছে৷ তাই তিনি লেখাপড়া শিখে তাঁর হারানো জমি উদ্ধার করতে চান মুইরা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ