1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ কিনল মাইক্রোসফট!

১১ মে ২০১১

সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলার! তাও আবার স্কাইপ নামক এক ‘ছোট্ট’ সফটওয়্যারের জন্য? জ্বি, মাইক্রোসফট কেনাকাটায় এই নতুন রেকর্ডটি করেছে৷ এখন অবধি এত ডলার খরচায় আর কোন প্রতিষ্ঠানকে কেনেনি সংস্থাটি৷

https://p.dw.com/p/11DPg
Screenshot Skype, 08.04.2011, 10:45 MEZ, http://www.skype.com/intl/en/home *** Achtung: Nur zur Berichterstattung über diese Website verwenden! ***
ছবি: Skype.com

বিশ্বজুড়ে স্কাইপ এর ব্যবহারকারী মোটামুটি ৭০ কোটির মত৷ কি, আপনি এই ব্যবহারকারীর দলে নেই? তাহলে শুনুন, স্কাইপ হচ্ছে ইন্টারনেট ফোন সেবাদানকারী একটি প্রতিষ্ঠান৷ এটি ব্যবহার করা যায় কম্পিউটার, নোটবুক, মুঠোফোনে৷ এরপর চাইলে চ্যাট করা সম্ভব, পিসি টু পিসি ফোন এমনকি ক্ষেত্রবিশেষে বিনা খরচায় ফোন টু ফোন কল করাও সম্ভব৷ স্কাইপ এর সবচেয়ে বড় গুন হচ্ছে, অডিও বা ভিডিও চ্যাটের ক্ষেত্রে এটির মান বেশ ভাল৷

সেই স্কাইপকে সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলারে কেনার খবরে অনেকেই অবাক হয়েছেন৷ কেননা, এই ক্রয়মূল্য অন্যান্য আগ্রহী প্রতিষ্ঠানের চেয়ে আড়াই গুণ বেশি৷ এই বিশাল বিনিয়োগের পেছনে মাইক্রোসফটের হেতু কী? এমন প্রশ্নের উত্তরে বলতে হয়, স্কাইপের প্রায় ৭০ কোটি ব্যবহারকারীকে মাইক্রোসফটের অন্যান্য পণ্য সম্পর্কে জানানোর সুযোগ পাবে প্রতিষ্ঠানটি৷ ইন্টারনেট জগতে সহজে এবং বিনা খরচায় ভয়েস এবং ভিডিও চ্যাটের ক্ষেত্রে পুরোধা স্কাইপ৷ সেটিকে সঙ্গে পেলে মাইক্রোসফটের সুনামও বাড়বে৷ মোটের ওপর, স্মার্টফোনের জগতে আধিপত্য বিস্তার সহজ হবে মাইক্রোসফটের জন্য৷ কেননা, স্কাইপ এর মুঠোফোন সংস্করণ ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে৷

ILLUSTRATION - Die Firmenlogos von Microsoft und Skype sind am Dienstag (10.05.2011) in Schwerin auf einem Computermonitor zu sehen. Laut einem Zeitungsbericht steht Microsoft kurz davor, den Internettelefonie-Dienst Skype zu kaufen. Foto: Jens Büttner dpa/lmv +++(c) dpa - Bildfunk+++
৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ কিনল মাইক্রোসফটছবি: picture-alliance/dpa

তবে, স্কাইপকে পুরোপুরি আয়ত্তে আনতে মাইক্রোসফটকে খানিকটা খাটতেও হবে৷ বিশেষ করে, স্কাইপের মুঠোফোন সংস্করণ জনপ্রিয় হলেও অনেক টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এটিকে পছন্দ করেনা৷ কারণ, স্কাইপ ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে মুঠোফোন টু মুঠোফোন কল করার সুযোগ দেয়৷ যা টেলিকম সেবাদাতাদের মুনাফায় বিরূপ প্রভাব ফেলছে৷ তাই, মার্কিন এবং ইউরোপের কয়েকটি সেবাদাতা স্কাইপের এই কল সুবিধাকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে৷ এখন, মাইক্রোসফটের কাজ হবে টেলিকম সেবাদাতাদের সঙ্গে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছানো, যাতে মুঠোফোনে স্কাইপ ব্যবহারে প্রতিবন্ধকতা দূর হয়৷

আরেকটি সমস্যা স্কাইপ এর ডেস্কটপ সংস্করণের ইন্টারফেস৷ এটিতে, বেশকিছু বিজ্ঞাপন রয়েছে যা সাধারণ ব্যবহারকারীদের বিরক্ত করে৷ এসব বিজ্ঞাপন সরানোও কঠিন৷ একটাই উপায়, সেটি হচ্ছে স্কাইপ এর কম্প্যাক্ট সংস্করণ ব্যবহার করা৷ অথচ এটির প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে গুগল টক এর ক্ষেত্রে এধরনের উপদ্রব নেই৷ তাই, প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে স্কাইপ এর ইন্টারফেস নতুন করে সাজাতে হবে৷ সেই দায়িত্বটাও এখন মাইক্রোসফটের৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান