৮-১০ আগস্টের অন্বেষণ কুইজের বিজয়ী হচ্ছেন... | পাঠক ভাবনা | DW | 11.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

৮-১০ আগস্টের অন্বেষণ কুইজের বিজয়ী হচ্ছেন...

গত সপ্তাহান্তের অন্বেষণ কুইজের প্রশ্ন ছিল – ড. রাগিব হাসান দ্য বব্স অ্যাওয়ার্ড কাদের উৎসর্গ করেছেন? সঠিক উত্তর, রাগিব হাসান দ্য বব্স পুরস্কারটি উত্সর্গ করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য৷

৮-১০ই আগস্টের অন্বেষণ কুইজের উত্তর দিয়েছেন মোট ৩৪৮ জন৷ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হয়েছেন নদীয়ার বন্ধু মনোজিৎ বসাক

পাঠক মনোজিৎ, আপনাকে অভিনন্দন৷ আপনার কাছে বিশেষ অনুরোধ পুরস্কার পাঠানোর সুবিধার্থে আপনার ঠিকানাটি আমাদের ফেসবুকে মেসেজ বক্স বা ই-মেলে পাঠিয়ে দিন৷ যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবংওয়েবসাইটের কথা৷ উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় অন্বেষণ আর ইংরেজিতে #Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে

এবার মতামত

আজকের প্রথম ই-মেলটি পাঠিয়েছেন, ঢাকা থেকে পাঠক সোহেল রানা হৃদয়৷ তিনি লিখেছেন, ‘‘সুপ্রিয় বন্ধুরা, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন৷ আশা করছি সবাই ভালো আছেন৷ আমি এবং ক্লাবের সবাই ভালো আছি৷ মাঝে মাঝে আপনাদের ওয়েবসাইটে পুরাতন বন্ধুদের বার্তা পেয়ে খুশি হচ্ছি৷ আসলে কি জানেন, আপনাদের আমরা ভালোবেসেছি রেডিও শুনে৷ তাই রেডিও সম্প্রচার যখন থেকে বন্ধ হয়ে গেছে তখন থেকে বেশির ভাগ শ্রোতা আর আপনাদেরকে খুজে পায় না৷ এখনও আমাদের দেশের সবাই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায় না৷ আমরা যারা একটু আধুনিক তারাই মোটামুটি নিয়মিত বা অনিয়মিতভাবে আপনাদের সাথে যোগাযোগ রাখি৷ এখন আর আপনাদের কোনো মন্তব্য বা লেখা ওয়েবসাইটে পড়ে মনে হয় না যে, আমরা আপনাদের কথা শুনছি৷ মুখের কথা আর লেখা কখনই এক নয়, তাই এখন এই অবস্থা৷ তারপরও ফেসবুকে আপনাদের অন্বেষণ কুইজে প্রতি সপ্তাহে অনেক লাইক দেখে আশান্বিত হই৷ মাঝে মাঝে ভাবি, এই বুঝি ডয়চে ভেলে আবার রেডিও অনুষ্ঠান চালু করলো৷ জানি না আমার এই ভাবনা কোনোদিন আর সত্যি হবে কিনা৷''

‘‘আজকের ওয়েবসাইটে ‘ঘুম তাড়ানোর কিছু উপায়' শিরোনামের ছবিঘরটি থেকে বেশ সময়োপযোগী বা সব সময়ের সবার জন্য দরকারি কিছু টিপস পেলাম৷ বেশ উপযোগী বিষয়, ধন্যবাদ৷ ‘নাবিক পেশায় বাংলাদেশের ১৩ জন নারীর যোগদান' শিরোনামের প্রতিবেদনটি পুরোটা পড়লাম৷ বেশ আশা জাগানীয়া কথা৷ ভালো লাগলো প্রতিবেদনটি৷''

তিনি আরো লিখেছেন, ‘‘আপনাদের ওয়েবসাইটের ‘লাইভ টিভি' বিষয়ক লিংক থেকে দারুণ অনুষ্ঠান উপভোগ করছি৷ বেশ দারুণ একটা সংযোজন৷ এছাড়া ‘বসফরাসের সুন্দর স্থাপত্য হাজিয়া সোফিয়া' বেশ ভালো লাগলো৷ এত সুন্দর বিষয়গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ৷ প্যারিসের পর্নো সিনেমা হলের তথ্য জেনে ভালো লাগলো৷ ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন৷ মো.সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা৷''

- কুইজে অংশগ্রহণ ও মতামত জানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ৷ সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন