1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯০ দিনের মধ্যেই নির্বাচন করা সম্ভব: প্রধান নির্বাচন কমিশনার

২৮ এপ্রিল ২০১১

তিন মাস বা ৯০ দিনের মধ্যেই নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা৷

https://p.dw.com/p/115Mo
প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমা ৩ মাস নির্দিষ্ট করে দেয়ার যে প্রস্তাব করেছেন তা অযৌক্তিক নয়৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস নির্দিষ্ট করে দেয়ার প্রস্তাব দেন গতকাল৷ এর প্রতিক্রিয়ায় আজ প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেন, ওই সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব৷ নির্বাচন কমিশনে অনেক আধুনিকায়ন হয়েছে৷ সারা দেশে তাদের নেটওয়ার্কও অনেক শক্ত৷ তাই তিনমাস কেন আরো কম সময়ের নোটিশে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনসহ অন্য যেকোন নির্বাচন অনুষ্ঠানে সক্ষম৷ তবে নির্বাচন অনুষ্ঠান এককভাবে নির্বাচন কমিশনের সদিচ্ছার ওপর নির্ভর করেনা৷ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হয়৷ প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী আইন আরো কঠোরভাবে প্রয়োগ করার কথা জোর দিয়ে উল্লেখ করেছেন৷

প্রধান নির্বাচন কমিশনার জানান, অভিজ্ঞতায় দেখা গেছে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে পরে মোবাইল কোর্ট এবং সামারি ট্রায়াল বেশ কার্যকর৷ তাই এখন থেকে যেকোন নির্বাচনে নির্বাচনী আইন এবং আচরণবিধি লংঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে৷

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশে নির্বাচনী সংস্কৃতির পরিবর্তন হচ্ছে৷ সাধারণ মানুষ এই পরিবর্তনকে ত্বরান্বিত করছে৷ রাজনৈতিক দলগুলোর মানসিকতায়ও পরিবর্তন আনতে হবে৷ তাহলে যেকোন পরিস্থিতিতে সংক্ষিপ্ত এবং যৌক্তিক সময়ে নির্বাচন সম্ভব হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক