1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯০ দিনের মধ্যে নির্বাচন চায় লাল জামাধারীরা

২৩ এপ্রিল ২০১০

থাইল্যান্ডে থাকসিনপন্থী লাল জামাধারীরা শুক্রবার খানিকটা নরম সুর শুনিয়েছে৷ তারা ৯০ দিনের মধ্যে নির্বাচন ঘোষণার দাবি করেছে৷ এদিকে, থাই সেনা প্রধানও বলছেন সেনা অভিযান সুফল আনবে না৷

https://p.dw.com/p/N4jG
বৃহস্পতিবার গ্রেনেড হামলার পর ...ছবি: AP

হৈচৈ, হট্টগোল আর প্রতিবাদের মাঝেই ব্যাংককে লাল জামাধারীরা দিলেন নতুন এক ঘোষণা৷ আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পেলে মাঠ ছাড়তে রাজি তারা৷ তবে সেক্ষেত্রে আগামী ৩০ দিনের মধ্যে মন্ত্রীসভা ভেঙে দিতে হবে৷ শুধু তাই নয়, তুলে নিতে হবে সেনা পাহারাও৷

অবশ্য বিক্ষোভকারীদের দিক থেকে এমন নরম সুর আসার খানিক আগেই কিন্তু শান্তির ইঙ্গিত দেয় সেনাবাহিনী৷ মানে থাই সেনা প্রধান আনুপং পোচিন্ডা জানান, ব্যাংককে প্রতিবাদকারীদের সরাতে কোন সেনা অভিযান চালানো হবেনা৷ কারণ এতে ভালোর চেয়ে ক্ষতি হবারই আশঙ্কা বেশি৷

বরং সেনাদেরকে জনগণের দেখভাল করতে বলেছেন তিনি৷ একইসঙ্গে বিক্ষোভকারী দু'দল যাতে সংঘর্ষ লিপ্ত হতে না পারে তাও দেখতে হবে সেনাবাহিনীকে৷

Unruhen in Thailand Flash-Galerie
৯০ দিনের মধ্যে নির্বাচন চায় লাল জামাধারীরাছবি: AP

এদিকে, বৃহস্পতিবার ব্যাংককে পাঁচটি গ্রেনেড হামলায় প্রাণ হারায় কমপক্ষে ৩ জন, আহত ৮০ জনের বেশি৷ দেশটির উপ-প্রধানমন্ত্রী সুথেব থাউকসুবান এই ঘটনার জন্য দুষেছেন লাল জামাধারীদের৷ অভিযোগের সুরে তিনি বলেন, এটা স্পষ্ট যে, গ্রেনেড ছোঁড়া হয়েছিল যেখান থেকে, সেই এলাকাই কয়েক সপ্তাহ ধরে দখল করে আছে লাল জামাধারীরা৷

বলাবাহুল্য, উপপ্রধানমন্ত্রীর এই অভিযোগ নাকচ করে দিয়েছে থাকসিন সমর্থক লাল জামাধারীরা৷ তবে, শুক্রবারও তাদেরকে দেখা গেছে টায়ার পুড়িয়ে রাস্তা দখল করে বিক্ষোভ করতে৷ তবে বড় ধরণের কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি৷

সরকার বিরোধী এহেন বিক্ষোভ, আন্দোলনের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভ্রমণে নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ৷ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক দপ্তর জানিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের আশঙ্কা রয়েছে৷ আর তাই একান্ত প্রয়োজন না হলে অস্ট্রেলিয় নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান করা হয়েছে৷

প্রসঙ্গত, প্রাক্তন থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে গত কয়েকদিন ধরে থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজেভার বিরুদ্ধে আন্দোলন করছে লাল জামাধারীরা৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক