1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনীতিতে নোবেল জয়ীরা

১৪ অক্টোবর ২০১৩

অর্থনীতিতে এবার নোবেল পেলেন তিন মার্কিন অর্থনীতিবিদ ইউগেন ফ্যামা, লার্স পিটার হ্যানসেন ও রবার্ট শিলার৷ সম্পদের মূল্য নির্ধারণের যে পদ্ধতি তার ভিত্তি নির্মাণে অবদানের জন্য এ পুরস্কার পেলেন তাঁরা৷

https://p.dw.com/p/19zGC
Images of Eugene F Fama, Lars Peter Hansen and Robert J Shiller, the Nobel laureates in Economic Sciences 2013, are displayed at the Royal Swedish Academy of Sciences, Stockholm, on October 14, 2013. AFP PHOTO / JONATHAN NACKSTRAND (Photo credit should read JONATHAN NACKSTRAND/AFP/Getty Images)
ছবি: Jonathan Nackstrand/AFP/Getty Images

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স জানিয়েছে, সম্পদের মূল্য বোঝার ক্ষেত্রে এই তিন জন আলাদা আলাদাভাবে অবদান রেখেছেন৷ সোমবার তাঁদের নাম ঘোষণা করে কমিটি৷ পুরস্কারের ১২ লাখ মার্কিন ডলার তিন জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া হবে৷

অ্যাকাডেমি জানিয়েছে, প্রতিদিনই যেখানে শেয়ার বাজারের সূচক সম্পর্কে জানাটা বেশ মুশকিল, সেখানে এই তিন অর্থনীতিবিদ এমন একটি পদ্ধতি দিয়েছেন, যার মাধ্যমে তিন বছর আগেই সূচক সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়৷ এই আশ্চর্যজনক পদ্ধতি এবং তার বিশ্লেষণের জন্য এই তিন অর্থনীতিবিদকে নোবেল দেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাকাডেমি৷

৭৪ বছর বয়সি ফ্যামা এবং ৬০ বছরের হ্যানসেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত৷ আর ৬৭ বছরের শিলার ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক৷

File photo of Robert Shiller, Yale professor, and chief economist and co-founder of financial firm MacroMarkets LLC., speaking during the Reuters Housing Summit in New York February 21, 2008. The 2013 Nobel prize for economics, which was awarded October 14, 2013, jointly to Americans Eugene F. Fama, Lars Peter Hansen and Robert J. Shiller "for their empirical analysis of asset prices". REUTERS/Brendan McDermid/files (UNITED STATES - Tags: REAL ESTATE BUSINESS HEADSHOT)
শিলার তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, সবাই যখন তাঁকে জানিয়েছেন তিনি নোবেল পেয়েছেন, তখন তাঁর বিশ্বাস হয়নি৷ কেননা তাঁর ধারণা, এর জন্য উপযুক্ত অনেকেই ছিলেনছবি: Reuters

নোবেল ঘোষণার পর শিলার তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, সবাই যখন তাঁকে জানিয়েছেন তিনি নোবেল পেয়েছেন, তখন তাঁর বিশ্বাস হয়নি৷ কেননা তাঁর ধারণা, এর জন্য উপযুক্ত অনেকেই ছিলেন৷ তিনি এটা প্রত্যাশাও করেননি বলে জানিয়েছেন৷ অর্থনীতির সাথে যুক্ত থাকতে পছন্দ করেন শিলার৷ তাঁর মতে, এটি সত্যি অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেয়৷

আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তাঁর উইলে নোবেল পুরস্কারের জন্য চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা, সাহিত্য এবং শান্তির নাম উল্লেখ করেছিলেন৷ সেখানে অর্থনীতির কোনো উল্লেখ ছিল না৷ সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ১৯৬৮ সালে নোবেলে অর্থনীতিকে যুক্ত করে৷

এপিবি/জেডএইচ (ডিপিএ/এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য