1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভদ্র বলায় মারাদোনার জরিমানা

৩০ ডিসেম্বর ২০১১

প্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাবের কোচকে অশালীন কথা বলে জরিমানার শাস্তি পেলেন ফুটবলের জনপ্রিয় তারকা এবং বর্তমানে আল ওয়াসল ক্লাবের কোচ দিয়েগো মারাদোনার৷ এদিকে, আরব আমিরাতের জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন দেখছেন তিনি৷

https://p.dw.com/p/13bsk
দিয়েগো মারাদোনা (ফাইল ছবি)ছবি: AP

গত মে মাস থেকে দুই বছরের চুক্তিতে দুবাই ভিত্তিক আল ওয়াসল-এর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফুটবল কিংবদন্তি মারাদোনা৷ কিন্তু গত মাসে স্থানীয় একটি খেলায় আল আইন দলের বিরুদ্ধে তাঁর দল হেরে যায়৷ এরপর আল আইন দলের কোচ এবং খেলোয়াড়রা আনন্দ-উল্লাস করতে থাকলে মারাদোনা তাদের উল্লাসের ভঙ্গিমায় আহত হন৷ পরে সাংবাদিক সম্মেলনে তিনি বেশ আক্রমণ করে বসেন আল আইন দলের কোচ কসমিন ওলারই'কে৷ মারাদোনা বলেন, ‘‘দলের বিজয়ে স্বয়ং কোচও যদি উল্লাস করতে থাকেন, সেক্ষেত্রেও বিপরীত দলের প্রতি আঘাত না করে আনন্দ করা যায়৷ আর উল্লাস করার কিছু ভব্যতা এবং ভালো পন্থা রয়েছে৷''

আপাতদৃষ্টিতে মারাদোনার এমন বক্তব্যে খুব অন্যায় কিছু ধরা না পড়লেও সংযুক্ত আরব আমিরাত - ইউএই'তে কাউকে ‘অভদ্র' বলাটা খুব বড় অপরাধ৷ আর সেখানেই ফেঁসে গেছেন কিংবদন্তি তারকা মারাদোনা৷ দেশটির ফুটবল কর্তৃপক্ষ এই অপরাধে তাঁকে নয় হাজার দিরহাম তথা প্রায় আড়াই হাজার ডলার জরিমানা করেছেন৷ মারাদোনা জরিমানার শাস্তি মাথা পেতে নিয়েছেন বটে, কিন্তু তিনি তাঁর সমালোচনার ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন৷ জরিমানার বিধান শোনার পর তিনি বলেন, ‘‘সাংবাদিক সম্মেলনে আমি সমালোচনা করার ধারা অব্যাহত রাখবো৷ ততক্ষণ পর্যন্ত আমি এটা চালিয়ে যাবো যতক্ষণ না আমার ক্লাব আল ওয়াসল তাদের ন্যায্য অধিকার পাবে৷''

এদিকে, ইউএই'র জাতীয় দলের কোচ হিসেবে আমন্ত্রণ জানানো হলে মারাদোনা তাদের প্রস্তাব গ্রহণে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন তিনি৷ গত সেপ্টেম্বরে লেবাননের কাছে ৩-১ গোলে ইউএই হেরে যাওয়ার পর স্লোভেনীয় কোচ স্রেকো কাটানেচকে বরখাস্ত করে ফুটবল কর্তৃপক্ষ৷ এরপর থেকেই তাদের জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে অনেকের নাম গণমাধ্যমে উঠে এসেছে৷ আর তাদের মধ্যে মারাদোনার নামও রয়েছে৷ এই প্রেক্ষিতেই নিজের আগ্রহের কথা প্রকাশ করলেন মারাদোনা৷

তবে একইসাথে আর্জেন্টিনার মহাব্যবস্থাপক কার্লোস বিলার্ডোও মন্তব্য করলেন যে, তাঁদের গর্ব এবং জাতীয় দলের সাবেক কোচ মারাদোনা চাইলে আবারও সেখানে ফিরে গিয়ে দলের দায়িত্ব নিতে পারেন৷ ফলে এখন মারাদোনার সামনে বেশ অনেকগুলো দ্বারই খোলা বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক