1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কার

২৩ ফেব্রুয়ারি ২০১২

‘‘দ্য হেল্প’’ ছবিতে ষাটের দশকে মিসিসিপি’র এক শ্বেতাঙ্গ পরিবারে কৃষ্ণাঙ্গ পরিচারিকার ভূমিকায় অভিনয় করেছেন ৪৬ বছর বয়সী ভায়োলা ডেভিস৷ কাজটা তার পক্ষেও সোজা হয়নি৷

https://p.dw.com/p/147xW
ছবি: Reuters

অন্যান্য হাজার হাজার অ্যাফ্রো-অ্যামেরিকান মহিলাদের মতো ভায়োলা'র মা ও তার দিদিমা'ও শ্বেতাঙ্গ পরিবারে পরিচারিকার কাজ করেছেন, অভিনয় নয়৷ এবং অভিজ্ঞতাটা তাদের পক্ষে বিশেষ সুখকর হয়নি৷ তার প্রমাণ, ভায়োলা'র মা এখনো অবধি মেয়ের অভিনয় করা ছবিটি দেখে উঠতে পারেননি৷

এই দ্বন্দ্ব ‘‘দ্য হেল্প'' ছবিটির অস্কার পাবার সম্ভাবনা নস্যাৎ করে দিতে পারে৷ ছবিটি গত গ্রীষ্মে যে কারণে হিট হয়, ঠিক সেই কারণেই অস্কারের জুরি বর্ণবৈষম্যের সেই কষ্টদায়ক স্মৃতি পুনঃজাগরিত করার চেয়ে হয়তো ‘‘দ্য আর্টিস্ট''-এর মতো একটি সুখকর রোমান্সকেই শিরোপা দেবেন৷

‘দ্য হেল্প''-এর কাহিনির সালটা হল ১৯৬৩৷ যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলন সবে শুরু হতে চলেছে৷ এমন সময়ে এক তরুণী শ্বেতাঙ্গ মহিলা একটি উপন্যাস লেখার উদ্দেশ্যে কৃষ্ণাঙ্গ পরিচারিকাদের শ্বেতাঙ্গ পরিবারে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন৷

৭০ বছর আগে কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যাটি ম্যাকড্যানিয়েল ‘‘গন উইথ দ্য উইন্ড'' ছবিতে কিশোরী পরিচারিকার ভূমিকায় অভিনয় করে অস্কার পান৷ কিন্তু সেই ছবিতে আরো বড় এক কৃষ্ণাঙ্গ পরিচারিকার ভূমিকা ছিল: তিনি হলেন ম্যামি, তরুণী স্কারলেট'এর ধাত্রী বলা চলে যাকে৷ যে'সব কৃষ্ণাঙ্গ মহিলা এ'ভাবে দায়বদ্ধ হয়ে শ্বেতাঙ্গ পরিবারে কাজ করতে বাধ্য হয়েছেন, তাদের নিয়ে একটি রোমান্টিক স্টিরিওটাইপ সৃষ্টির প্রচেষ্টা নিয়ে কৃষ্ণাঙ্গ ইতিহাসবিদ মহলে অনেক দিন ধরেই অনুযোগ ছিল৷ ‘‘দ্য হেল্প'' এবার তা'তে আরো খোরাক যোগাচ্ছে৷

ভায়োলা ডেভিসের বক্তব্য হল: এইবিলিন ক্লার্ক'এর ভূমিকায় অভিনয় করে তিনি যেন তার মা, তার দিদিমা'কে সেই স্টিরিওটাইপ থেকে যাওয়ার হাত থেকেই রক্ষা করেছেন৷ কাজেই ‘‘গন উইথ দ্য উইন্ড''-এর হ্যাটি ম্যাকড্যানিয়েল এবং ‘‘মনস্টার্স বল'' ছবিতে হ্যালি বেরি'র পর ভায়োলা যদি এবার তৃতীয় কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে অস্কার পান, তা'হলে সব বিতর্কের অবসান ঘটবে বলেই মনে হয়৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন