1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কারের দৌড়ে এগিয়ে গেল ‘‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’’

৩ ডিসেম্বর ২০১০

অস্কারের দৌড়ে এগিয়ে গেল ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের উত্থান নিয়ে নির্মিত ছবি ‘‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’’৷ প্রথম বড়মাপের সম্মাননার জন্য ন্যাশনাল বোর্ড অফ রিভিউ এর দৃষ্টিতে সেরা ছবি মনোনীত হলো এটি৷

https://p.dw.com/p/QOZo
‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবি, দৃশ্য, MOVIE, TITLE, The Social Network. STUDIO: Columbia Pictures. Harvard, computer programming, Mark Zuckerberg
‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবির একটি দৃশ্যছবি: picture-alliance/ZUMA Press

শুধু তাই নয়, ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক' এর ভাগ্যে জুটেছে চারটি সেরা পদক৷ ২০১০ সালের সেরা পরিচালক মনোনীত হলেন ডেভিড ফিনচার৷ এছাড়া ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবের্গ এর ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতা হলেন জেসে আইসেনবের্গ৷ কলেজের ছাত্রাবাস থেকে শুরু করে কীভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমটি পৌঁছে গেল জনপ্রিয়তার শীর্ষে সেটিই তুলে ধরা হয়েছে ছবিটিতে৷

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পেশাদার চলচ্চিত্র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ন্যাশনাল বোর্ডের বিবেচনায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পদক পেলেন লেসলি ম্যানভিল৷ ‘অ্যানাদার ইয়ার' অর্থাৎ ‘আরেকটি বছর' ছবিতে বিবাহিত জীবনের একটি বছরের কাহিনী তুলে ধরে এমন সম্মানজনক পদক ছিনিয়ে নিলেন লেসলি৷

‘দ্য ফাইটার' ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেতার পদক পেলেন ক্রিশ্চিয়ান বেল৷ সেরা সহ-অভিনেত্রীর পদক পেয়েছেন জ্যাকি ওয়েভার৷ অস্ট্রেলীয় অপরাধ জগত নিয়ে নির্মিত ছবি ‘অ্যানিমল কিংডোম' এ অভিনয় করে এই পদক পেলেন জ্যাকি৷

উল্লেখ্য, এক শতকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র শিল্পের মূল্যায়ন ও সম্মাননার আয়োজন করে আসছে ন্যাশনাল বোর্ড অফ রিভিউ৷ নিউইয়র্কে আগামী ১১ জানুয়ারি এ বছরের মনোনীত সেরা ছবি ও অভিনয় শিল্পীদের হাতে পদক তুলে দেওয়া হবে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক