1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাশেজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৮

২৬ ডিসেম্বর ২০১০

অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড প্রথম থেকেই প্রচন্ড চাপ সৃষ্টি করে খেলে অস্ট্রেলিয়াকে মাত্র ৯৮ রানে আউট করেছে৷ এরপর ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ ১৫৭ রান, বিনা উইকেটে৷ স্ট্রাউস ৬৪ ও কুক অপরাজিত আছেন ৮০ রানে৷

https://p.dw.com/p/zptA
তৃতীয় টেস্টের একটি দৃশ্যছবি: picture alliance/empics

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর৷ ইংল্যান্ডের তিন বোলার জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট আর টিম ব্রেসনানের তোপের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া৷ চারটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও ট্রেমলেট৷ আর বাকি দুটি উইকেট নিয়েছেন ব্রেসনান৷

টসে জিতে ফিল্ডিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস৷ আর এই সিদ্ধান্তকে সার্থক করে তুলতে প্রথম থেকেই বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অ্যান্ডারসন, ট্রেমলেট আর ব্রেসনান৷ মধ্যাহ্ন বিরতির আগেই অস্ট্রেলিয়ার প্রথম সারির চারটি উইকেট তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের এই তিন পেসার৷ অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৫৮ রান৷ অসি অধিনায়ক রিকি পন্টিং আরও একবার ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেয়ে ট্রেমলেটের শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন ১০ রানে৷ আর অস্ট্রেলিয়ার প্রধান ভরসার প্রতীক মাইক হাসি ৪১ বলে মাত্র ৮ রান করেই ফিরে যান সাজঘরে৷ অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন মাইকেল ক্লার্ক৷ তাঁর সংগ্রহ ২০ রান৷

আজ টেস্টের প্রথম দিনে মাঠে উপস্থিত ছিলেন ৮৪ হাজার ৩৪৫ জন দর্শক৷ যেটা এমসিজিতে পঞ্চম সর্বোচ্চ দর্শক সমাগম৷

এই টেস্ট জিততে পারলে অ্যাশেজ সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে ইংল্যান্ড৷ কারণ এখন পর্যন্ত সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক