1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সের পাশে থাকবে জার্মানি

২৬ নভেম্বর ২০১৫

প্যারিস হামলার পর ইসলামিক স্টেট এর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ এরপর থেকে তিনি বিশ্বনেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন৷ এক্ষেত্রে জার্মানি ফ্রান্সের সঙ্গে থাকার কথা জানিয়েছে৷

https://p.dw.com/p/1HCoo
Frankreich Angela Merkel & Francois Hollande in Paris
ছবি: Reuters/P. Wojazer

বুধবার প্যারিসের ‘প্লাস দ্য লা রেপুবলিক'-এ গোলাপি রংয়ের গোলাপ দিয়ে ১৩ নভেম্বরের হামলায় নিহতদের স্মরণ করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ওলঁদ৷

এরপর দুই নেতা বৈঠকে বসেন৷ সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ‘‘সিরিয়া ও ইরাকে দায়েশ (আইএস এর অন্য নাম)-এর বিরুদ্ধে লড়তে জার্মানি আরেকটু বেশি ভূমিকা রাখতে পারে৷'' জবাবে ম্যার্কেল জার্মানি কীভাবে এই ‘অতিরিক্ত দায়িত্ব' পালন করতে পারে সে ব্যাপারে ‘শিগগিরই' সিদ্ধান্ত নেয়ার অঙ্গীকার করেন৷ আইএস-এর সঙ্গে যুদ্ধে ফ্রান্সের পাশে থাকার অঙ্গীকার করে ম্যার্কেল বলেন, ‘‘আমরা সন্ত্রাসীদের চেয়ে শক্তিশালী হব৷''

এদিকে বুধবার জার্মানি জানিয়েছে, যে তারা পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সাড়ে ছয়শ সৈন্য পাঠাবে৷ এর ফলে ঐ দেশে ‘জিহাদি'দের সঙ্গে লড়াইরত ফরাসি সৈন্যদের দায়িত্ব একটু কম হতে পারে বলে মনে করা হচ্ছে৷

ম্যার্কেলের সঙ্গে বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ওলঁদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে কথা বলেন৷ ক্যামেরনও ওলঁদকে সমর্থনের কথা জানান৷ ব্রিটেন ইতিমধ্যে সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে আকাশ থেকে হামলা চালাচ্ছে৷ ক্যামেরন বৃহস্পতিবার ব্রিটিশ সংসদে আইএস-এর বিরুদ্ধে লড়তে তার নতুন প্রস্তাবের কথা উত্থাপন করবেন৷ এরপর আগামী সপ্তাহে ব্রিটিশ সাংসদরা ক্যামেরনের প্রস্তাব নিয়ে ভোটে অংশ নেবেন৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস বিরুদ্ধে লড়তে ওলঁদকে রাশিয়াকে সঙ্গে নেয়ার পরামর্শ দিয়েছেন৷ বৃহস্পতিবার ওলঁদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক করবেন৷

জেডএইচ/এসবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান