1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আনন্দ ও বিষাদের ঘটনাবহুল নববর্ষের প্রথম দিবস

১ জানুয়ারি ২০১১

ঘটনাবহুল অভিধাটি সাধারণত যোগ করা হয় গোটা একটি বছর কিংবা যুগের জন্য৷ কিন্তু এবার যেন ঘটনাবহুল হয়ে উঠল ২০১১ সালের শুরুর দিনটিই৷ গ্যাস বিস্ফোরণ, বোমা হামলা, ভূমিকম্প আর খারাপ আবহাওয়া ম্লান করে দিল বর্ষবরণের আনন্দ৷

https://p.dw.com/p/zsIw
firework, display, explodes, Taiwan, tallest, skyscraper, Taipei,101, New Year, Saturday, 2011, Chinese, revolution,
তাইওয়ানে বর্ষবরণ উৎসবছবি: dapd

ভালো কাজের প্রতিশ্রুতি

বিশ্ব শান্তির ডাক দিলেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান পোপ ষোড়শ বেনেডিক্ট৷ শনিবার নববর্ষের বার্তায় তিনি শান্তি এবং ধর্মীয় স্বাধীনতার আহ্বান জানান৷ ঘোষণা দিলেন বিশ্বের সকল ধর্মের শীর্ষ নেতাদের নিয়ে শান্তি সম্মেলন করার৷ এটি হবে নতুন বছরের অক্টোবর মাসে আসিসি শহরে৷ ১৯৮৬ সালে পোপ দ্বিতীয় জন পলের আহ্বানে সেইন্ট ফ্রান্সিসের জন্মস্থানে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনের ২৫তম বার্ষিকীতে এই সম্মেলন আয়োজন করা হবে৷

এদিকে, নতুন বছর ২০১১ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ একই সাথে তিনি রিপাবলিকানদের প্রতি দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান৷ মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করতে যাচ্ছে রিপাবলিকানরা - সেদিকে ইঙ্গিত করে ওবামা বলেন, ‘‘কয়েকদিনের মধ্যেই নতুন কংগ্রেস গঠিত হবে৷ এর একটি কক্ষ ডেমোক্র্যাটরা এবং অন্য কক্ষ নিয়ন্ত্রণ করবে রিপাবলিকানরা - আর দেশকে এগিয়ে নিয়ে যেতে তাদেরকেও সমান দায়িত্ব নিতে হবে৷''

অন্যদিকে, সমঝোতার ডাক দিলেন মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি৷ নববর্ষের বার্তায় তিনি বলেন, ‘‘জাতীয় সমঝোতা এবং প্রকৃত ঐক্যের চেতনার জন্য জনগণের রাজনৈতিক ও সামাজিক কাঠামো তৈরি করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে৷''

Tallinn, 2011, Europäische, year, New, Celebration, World, Violence, Kultur,hauptstadt, traditionellen, এস্তোনিয়া, রাজধানী ,টাল্লিন, বর্ষবরণ, উৎসব, ২০১১, নতুন, বছর, সংগীত, নাচ-গান,
এস্তোনিয়ার রাজধানী টাল্লিনে বর্ষবরণ উৎসবছবি: Tallinn 2011

কোরীয় উপদ্বীপের বার্তা

দক্ষিণ কোরিয়ার সাথে আরো উন্নত সম্পর্ক তৈরির ঘোষণা দিল উত্তর কোরিয়া৷ উত্তর কোরিয়ার তিনটি রাষ্ট্রীয় পত্রিকার যৌথ সম্পাদকীয়তে ডাক দেওয়া হয়েছে দক্ষিণের সাথে সম্পর্কোন্নয়নের৷ এতে বলা হয়েছে, ‘‘যত শীঘ্র সম্ভব উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা দূর করতে হবে৷ এছাড়া সক্রিয়ভাবে আলোচনা এবং সহযোগিতা বাড়ানো উচিত৷'' পিয়ংইয়ং সরকারের মুখপত্র এই পত্রিকাগুলো আরো বলছে, এই বছর কোরিয়ার অভ্যন্তরীণ সম্পর্ক আরো বাড়াতে দৃঢ় সংকল্প নিয়ে প্রচেষ্টা চালাতে হবে৷

হামলা, সহিংসতা, দুর্যোগ

একদিকে, নাইজিরিয়ায় বোমা বিস্ফোরণ৷ সেখানে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে বলে খবরে প্রকাশ৷ মিশরের আলেক্সান্দ্রিয়া শহরে গির্জার বাইরে গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে৷ এতে প্রাণ হারিয়েছে অন্তত ২১ জন৷ থাইল্যান্ডে বোমা হামলায় নিহত হয়েছে দুই পুলিশ সদস্য৷ বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় গ্রেনেড হামলায় তিনজন প্রাণ হারিয়েছে৷ তুরস্কের হাসপাতালে গ্যাস বিস্ফোরণে মারা গেছেন একজন৷ নববর্ষ উদযাপন করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় হাঙ্গামায় প্রাণ হারিয়েছে আরো দশ জন৷ এদিকে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে আর্জেন্টিনার সান্টিয়াগো ডেল এস্টেরো শহরে৷ তবে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷ ইউরোপ, অ্যামেরিকা এবং জাপানে রয়েছে ঘন তুষারপাতের হানা৷ এছাড়া জার্মানি এবং নেদারল্যান্ডসে বর্ষবরণের আতশবাজিতে প্রাণ হারিয়েছেন তিনজন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান