1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুন্দুস পুনর্দখলের চেষ্টায় আফগানিস্তান

৩০ সেপ্টেম্বর ২০১৫

কুন্দুস ফিরিয়ে আনার জন্য কাবুল ও মাজার-ই-শরিফে ইতিমধ্যে সেনা পাঠিয়েছে আফগান সরকার৷ আর এ যুদ্ধে আফগানিস্তানের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র৷ দেখুন মার্কিন জঙ্গি বিমানগুলো কীভাবে তালিবানের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে৷

https://p.dw.com/p/1GfqY
Afghanistan Einnahme Kundus durch Taliban
ছবি: Reuters

জঙ্গি গোষ্ঠী তালিবান যেভাবে হঠাৎ করে কুন্দুস শহর দখল করে নেয়, তা আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির জন্য চরম বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছিল৷ তাই এখন তাদের হটিয়ে শহরটি পুনর্দখলের জন্য জোরালো চেষ্টা শুরু করেছে আফগান সরকার৷ প্রেসিডেন্ট গনি জানান, বিদ্রোহীরা শহরের বেসামরিক নাগরিকদের মানব বর্ম হিসেবে ব্যবহার করছে৷ তাঁর কথায়, আফগানিস্তান এখনও তালিবানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি, কিন্তু তাদের আগে নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে৷

ওদিকে আফগান পুলিশের এক মুখপাত্র দাবি করেন, তালিবানকে হটিয়ে তারা এর মধ্যে কুন্দুসের পুলিশ সদর দপ্তর ও কারাগার পুনর্দখল করেছে এবং খুব তাড়াতাড়ি পুরো শহরটি তাদের দখলে আবারো ফিরে আসবে৷

বলা বাহুল্য, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তান অভিযান শুরু হওয়ার পর তালিবান এই প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করতে সক্ষম হয়েছে৷

ডিজি/এসবি (এপি, এএফপি. রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য