1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুন্দুসে তালেবান হামলা

৩ অক্টোবর ২০১৬

আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুস এলাকায় সোমবার বড় ধরনের আকস্মিক হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা৷ চারদিক থেকে হামলা চালাচ্ছে তারা৷ এ পর্যন্ত এক পুলিশ প্রধানসহ হামলায় অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/2QpPh
কুন্দুস
ছবি: Getty Images/AFP/B.-K. Safi

কুন্দুস এবং হেলমান্দের কর্তৃপক্ষ বলছেন, খুব পরিকল্পনা মাফিক এ হামলা চালানো হয়েছে৷ হামলায় অংশ নিয়েছে বেশ কয়েকজন বন্দুকধারী৷ এমন সময় এই হামলা চালানো হলো, যখন প্রেসিডেন্ট আশরাফ গনি ব্রাসেলসে আন্তর্জাতিক দাতা সম্মেলনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ ঐ সম্মেলনে বছরে তিনশ' কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যের আবেদন করবেন তিনি৷ তালেবানরা কুন্দুজের দখল নেওয়ার এক বছর পর আবার এই হামলার ঘটনা ঘটল৷

পুলিশ প্রধানের নিহতের খবরটি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী  জানিয়েছেন আরও চার পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ এখনো চলছে৷ সোমবারের হামলায় তালেবানরা বেসামরিক এলাকাগুলো ব্যবহার করে হামলা চালাচ্ছে৷ তাই নিরাপত্তাকর্মীদের খুব সাবধানে হামলা পরিচালনা করতে হচ্ছে৷ তারা চেষ্টা করছেন যতটা সম্ভব বেসামরিক মানুষদের ক্ষতি না করতে৷

এই ঘটনার পর কুন্দুসের সব সরকারি প্রতিষ্ঠান, স্কুল, অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে৷ এমনকি দোকানপাটও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে৷ তাই শহরের অবস্থা পুরোপুরি থমথমে৷ দক্ষিণ বাঘলান এবং পূর্বে তাকহার প্রদেশের সঙ্গে মহাসড়কের যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে৷ অন্যদিকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শহরের তল্লাশি চৌকিগুলোর দখল নেয়ার দাবি করেছে৷ স্থানীয় এক দোকানি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ভয়াবহ গোলাগুলির কারণে সে দোকান থেকে বাসায় যেতে পারছে না৷ 

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কুন্দুসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভোরের দিকে এ হামলা হয়৷ কুন্দুসের আকাশে আফগান সেনাবাহিনীর দু'টি হেলিকপ্টার চক্কর দিচ্ছে৷

২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর তালেবান জঙ্গিরা প্রাদেশিক রাজধানী কুন্দুসের দখল নেয়৷ জাতিসংঘ বলছে, অতীতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে কুন্দুসে ২৮৯ জন নিহত ও শতাধিক আহত হয়৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য