1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকার জন্য ‘মার্শাল প্ল্যান'

১৯ জানুয়ারি ২০১৭

জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী গ্যার্ড ম্যুলার আফ্রিকার সঙ্গে ইউরোপের সম্পর্কের একটি নতুন অধ্যায় খুলে দিলেন তাঁর বহুপ্রতীক্ষিত পরিকল্পনাটি পেশ করে৷ এই পরিকল্পনা উন্নয়ন সহযোগিতাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে৷

https://p.dw.com/p/2W2EY
কেনিয়ায় গ্যার্ড ম্যুলার
ছবি: picture-alliance/M. Gottschalk/BMZ-Poolfoto

আফ্রিকায় দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম জার্মানির মতো সমৃদ্ধ দেশের পক্ষে শুধু নৈতিক দায়িত্বই নয়, তাদের নিজেদের স্বার্থেও বটে – বার্লিনে তাঁর ‘‘মার্শাল প্ল্যান'' উপস্থাপন করার সময় বললেন জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রী গ্যার্ড ম্যুলার৷

‘‘মানুষের জীবন বাঁচানো, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে সীমিত করা, ‘জলবায়ু উদ্বাস্তুদের' ব্যাপক অভিবাসন রোধ করা ও আফ্রিকার তরুণ প্রজন্মের জন্য একটি ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করা জার্মানি তথা ইউরোপের স্বার্থে'', বলেন ম্যুলার৷

তাঁর ৩৩ পাতার খসড়ায় শিক্ষা, বাণিজ্য, ব্যবসার উন্নয়ন ও জ্বালানি শক্তির ক্ষেত্রে সমতামূলক সহযোগিতার এক ‘‘নতুন পর্যায়ের'' প্রস্তাব দিয়েছেন ম্যুলার৷ যুগপৎ আফ্রিকা থেকে রপ্তানি করা পণ্যের জন্য ইউরোপের বাজারে উন্নততর প্রবেশাধিকার, অপরদিকে আফ্রিকা থেকে ইউরোপ অভিমুখে কালো টাকার স্রোত ও বহুজাতিক কোম্পানিগুলির কর ফাঁকি দেওয়া বন্ধ করার আহ্বান জানানো হয়েছে এই পরিকল্পনায়৷

ম্যুলারের খসড়ায় বলা হয়েছে যে, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, সুশাসন ও মহিলাদের পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে আফ্রিকার সরকারবর্গেরও একটি ভূমিকা থাকবে৷ আফ্রিকার যে সব দেশ প্রয়োজনীয় সংস্কারের পদক্ষেপ গ্রহণ করবে, তাদের জন্য আরো ২০ শতাংশ উন্নয়ন সাহায্যের ব্যবস্থা রাখছে জার্মান উন্নয়ন মন্ত্রণালয়৷

জার্মান শিল্পসংস্থাগুলির ভূমিকা

ম্যুলারের ‘‘মার্শাল প্ল্যানে'' জার্মান শিল্পসংস্থাগুলির প্রতি আফ্রিকার ভবিষ্যৎ উন্নয়নে একটি বৃহত্তর ভূমিকা নেবার আহ্বান জানানো হয়েছে৷ ‘‘আফ্রিকার জন্য বেসরকারি অর্থায়নের একটি নতুন মাত্রা প্রয়োজন'', বলেছেন ম্যুলার৷ বেসরকারি পুঁজিবিনিয়োগ আকর্ষণ করার জন্য সরকারি উন্নয়ন সাহায্যকে ‘‘ক্যাটালিস্ট'' হিসেবে নিয়োগ করা উচিত, বলে তাঁর অভিমত৷

জার্মান উন্নয়ন মন্ত্রী বেসরকারি পুঁজিবিনিয়োগ আকর্ষণের জন্য অপরাপর পদক্ষেপ নিতে চান, যেমন যে সব জার্মান কোম্পানি আফ্রিকায় ব্যবসা করছে, তাদের জন্য রপ্তানি ঋণের গ্যারান্টি৷ মোট চার লাখ জার্মান কোম্পানির মধ্যে মাত্র এক হাজারটি কোম্পানি বর্তমানে আফ্রিকায় কর্মরত৷ আফ্রিকায় পুঁজিবিনিয়োগে জার্মান কোম্পানিগুলির দ্বিধার কারণ হল, ব্যাপক দুর্নীতি, রাজনৈতিক স্থিতিহীনতা ও অতিরিক্ত আমলাতন্ত্র৷

কিছু প্রশ্ন থেকে যায়

যে ৬০০ জার্মান কোম্পানির আফ্রিকার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে, তাদের সমিতি ‘আফ্রিকা ভেরাইন'-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টফ কানেগিসার চান এমন সব ‘‘বাস্তব পন্থা'' ও পদক্ষেপ, যা কোম্পানিদের ব্যবহারযোগ্য হবে৷

ম্যুলারের প্রস্তাবিত অপরাপর পদক্ষেপ কার্যকরি করা তাঁর নিজের মন্ত্রণালয় কেন, স্বয়ং জার্মান সরকারের হাতেও নেই, যেমন ইউরোপের বাজারে আফ্রিকান পণ্যের প্রবেশাধিকার, যা নির্ধারণ করার দায়িত্ব ইউরোপীয় ইউনিয়নের৷ জার্মান সরকারের অপরাপর মন্ত্রণালয়ও এ যাবৎ ম্যুলারের পরিকল্পনাকে প্রকাশ্যভাবে অনুমোদন করেনি৷ কিন্তু যে কোনো উন্নয়ন পরিকল্পনার প্রথম প্রশ্ন হল অর্থায়ন৷ সেই অর্থায়নের ব্যবস্থা করা গ্যার্ড ম্যুলারের একার দায়িত্ব হতে পারে না৷

ডানিয়েল পেলৎস/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য