1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো ৩২টি নতুন গ্রহের সন্ধান লাভ

২৬ অক্টোবর ২০০৯

আকাশে কত তারা? হাজার বছর ধরে মানুষ এই প্রশ্ন করে চলেছে৷ কিন্তু এর সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি৷

https://p.dw.com/p/KF6D
ছবি: AP

বিজ্ঞানের ব্যাপক অগ্রগতির সঙ্গে সঙ্গে এই না জানার পরিধিটাও যেন বেড়ে চলেছে৷ অর্থাৎ প্রাচীনকালে মহাকাশের পরিধি সম্পর্কে মানুষের যে ধারণা ছিল এখন তা লক্ষ কোটি গুন বেশি৷ মহাকাশে কত গ্রহ নক্ষত্র থাকতে পারে সেই সংখ্যাটা দিন দিন বেড়ে চলেছে৷ আবার দুরবিনের উন্নতির কারণে গ্রহ নক্ষত্র আবিষ্কারের সংখ্যাটাও একই সঙ্গে বাড়ছে৷

আমরা জানি সৌরজগতে নয়টি গ্রহ রয়েছে, কখনো সেটি ১০ আবার ১১টিও বলে ধরা হয়৷ সর্বশেষ জানা গেছে যে প্লুটো গ্রহটিও নাকি সৌরজগতের মধ্যে পড়ে না৷ সৌরজগতের বাইরেও নাম না জানা গ্রহ রয়েছে কোটি কোটি৷ তার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪০০ টি গ্রহকে সনাক্ত করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা৷ সর্বশেষ একসঙ্গে ৩২টি গ্রহকে সনাক্ত করার ঘোষণা দিয়েছেন ইউরোপের বিজ্ঞানীরা৷ এই সবগুলো গ্রহই সৌরজগত থেকে লক্ষ কোটি মাইল দুরে৷ এসব গ্রহ কোন না কোন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে যেমনটি আমাদের সৌরজগতের গ্রহগুলো সুর্যকে কেন্দ্র করে ঘুরছে৷ নতুন চিহ্নিত এসব গ্রহের আকার পৃথিবীর চেয়ে অন্তত পাঁচগুন বেশি৷ কোনটি আবার সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির তুলনায় নাকি প্রায় পাঁচ গুন বড়৷ বিজ্ঞানীদের মতে মহাশূন্যে ছুটে চলা হাজার হাজার কোটি নক্ষত্রের অন্তত ৪০ ভাগ নক্ষত্রকে ঘিরে তার নিজস্ব গ্রহজগত প্রদক্ষিণ করে চলেছে৷

ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে অবস্থিত ইউরোপের দক্ষিণাঞ্চলীয় মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সম্প্রতি ৩২টি গ্রহ সনাক্ত করার ঘোষণা দেওয়া হয়৷ আরো বেশ কয়েকটি গ্রহ নাকি সনাক্ত করা হয়েছে তবে সেগুলোর কথা জানানো হবে এই বছরের শেষ নাগাদ৷ ইউরোপীয় পর্যবেক্ষণ কেন্দ্রটিতে রয়েছে প্রায় ১২ ফুট আয়তনের টেলিস্কোপ যার নাম হাই এ্যাকুরেসি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার বা হার্পস৷ এই টেলিস্কোপ দিয়ে নতুন গ্রহগুলোর স্পষ্ট ছবি তোলা সম্ভব না হলেও বিজ্ঞানীরা গ্রহগুলোর আকার এবং অবস্থান নির্ণয় করতে পেরেছেন৷ এই নিয়ে হার্পস ৩০টি ভিন্ন নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলা ৭৫টি গ্রহকে সনাক্ত করতে সক্ষম হল৷ এই ব্যাপারে জেনেভা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের স্টেফান উদ্রি বলেন, প্রকৃতি কোন জায়গা খালি ফেলে রাখতে পছন্দ করে না, তাই কোন জায়গা যদি খালি থাকে সেখানে কোন না কোন গ্রহ থাকেই৷

তাই বিজ্ঞানীদের প্রচেষ্টা থেমে নেই, তারা এখনও খুঁজে বেড়াচ্ছেন পৃথিবীর মত কোন একটি গ্রহকে যেখানে হয়তো মিলবে জীবনের সন্ধান৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক