1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলবার্ট লুডভিগ ইউনিভার্সিটি অফ ফ্রাইবুর্গ-এ বৃত্তির তথ্য

মারিনা জোয়ারদার২৩ সেপ্টেম্বর ২০০৮

আসুন আপনাদের পরিচয় করিয়ে দেয়া যাক জার্মানির ফ্রাইবুর্গ শহরের আলবার্ট লুডভিগ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে৷ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৪৫৭ সালে৷ বর্তমানে জার্মানির নামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় একটি৷

https://p.dw.com/p/FNde
আলবার্ট লুডভিগ ইউনিভার্সিটি অফ ফ্রাইবুর্গছবি: AP

মানবিক এবং সমাজবিজ্ঞান অনুষদের জন্য এই বিশ্ববিদ্যালয়টির খ্যাতি৷ আরেকটি কারণ হচ্ছে একাধিক নোবেল বিজয়ী বিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন৷

এই বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট, মাস্টার্স এবং ডক্টরেট করার সুব্যবস্হা আছে৷ আলবার্ট লুডভিগ ইউনিভার্সিটি অফ ফ্রাইবুর্গে বিদেশী ছাত্র-ছাত্রীদের সংখ্যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম নয়৷ বিশেষ করে ডক্টরেট করছে এমন সব ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদেশীই বেশী৷ এখানে যে সব বিষয়ে পড়া যায় তা হল জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জার্মান ভাষা, রসায়ন, ইংরেজী এবং আমেরিকান স্টাডিজ৷

Kollegiengebäude der Albert-Ludwigs-Universität Freiburg
আলবার্ট লুডভিগ ইউনিভার্সিটি অফ ফ্রাইবুর্গে বিদেশী ছাত্র-ছাত্রীদের সংখ্যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম নয়ছবি: AP

মাস্টার্সের জন্য যে সব বিষয় নিতে পারে ছাত্রছাত্রীরা তা হল ভূগোল, ইতিহাস, কম্পিউটিং, বায়োটেকনলজি, এনভায়রমেন্টাল গভর্নেন্স, ইউরোপীয়ান লিঙ্গুইসটিকস, ফরেস্ট এনভায়রনমেন্ট এন্ড বায়োরিসোর্সেস, জেন্ডার স্টাডিজ, ইসলাম ধর্ম, আন্তর্জাতিক আয়কর নীতি, অর্থনীতি এবং রাজনীতি, আবহাওয়া বিজ্ঞান, আইন, ফার্মাসিউটিক্যাল এবং আরো অনেক বিজ্ঞান ভিত্তিক বিষয়৷

এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় আগ্রহী বিদেশী ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য যে সব কাগজ পত্র জমা দিতে হবে তা হল:

  • আবেদন পত্র. এটি ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে৷
  • স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট. যদি তা ইংরেজীতে অনুবাদ করা না থাকে তবে তা অনুবাদ করে পাঠাতে হবে৷
  • সবগুলো মার্কশিট৷ এখানে বলে রাখা উচিত গ্রেডের একটি বিশ্লেষণ কপি থাকলে ভাল তাতে করে বুঝতে সুবিধা হবে প্রার্থীর পরীক্ষার ফলাফল কেমন হয়েছে৷
  • যে সব ভাষা জানা আছে তার প্রমাণ পত্র৷ জার্মান ভাষার জ্ঞান থাকলে তার সার্টিফিকেট দাখিল করতে হবে৷

এই বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর গ্রীষ্মকালীন সেমিস্টারের জন্য আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই জানুয়ারি এবং শীতকালীন সেমিস্টারের জন্য আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই জুলাই৷ কিছু কিছু বিষয়ে শুধু মাত্র শীতকালীন বা গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তি নেয়া হয়৷

ভর্তি হবার পর বিশ্ববিদ্যালয়ে আনুষঙ্গিক আরো যে সব কাগজপত্র দেখাতে হবে তা হলঃ

  • বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লেটার অব এক্সেপটেন্স
  • হেলথ ইনস্যুরেন্স সার্টিফিকেট-এর একটি কপি
  • স্টুডেন্ট কার্ড৷ এই কার্ডটি বিশ্ববিদ্যালয় নিজ দায়িত্বে ছাত্র বা ছাত্রীকে পাঠাবে৷
  • স্টুডেন্টস ফি প্রদান করা হয়েছে তার একটি কপি৷
  • এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি৷

প্রসঙ্গত, ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ে যে সব বিষয় ইংরেজিতে পড়ার ব্যবস্হা আছে তা হল এনভায়ারনমেন্ট গভর্নেন্স এবং ফরেস্ট এনভায়ারনমেন্ট এন্ড বায়োরিসোর্স৷ এই দুটি বিভাগে আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ প্রতি বছর ১৫ই জুলাই৷

এছাড়া আরো আছে মাস্টার অব ইকোনোমিক্স এন্ড পলিটিক্স, মাস্টার অব ফাইনেন্স এবং মাস্টার অব ইন্টারনেট ইকোনোমিক্স৷ এই বিভাগে আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ প্রতি বছর ১৫ই মে৷

এই বিশ্ববিদ্যালয়ে আরো কিছু বিষয় আছে যেখানে মাধ্যম হিসেবে জার্মান এবং ইংরেজি দুটো ভাষাই ব্যবহার করা হয়৷ অর্থাত্ জার্মান এবং ইংরেজি দুটো ভাষাই জানা থাকলে সুবিধাজনক হবে৷ তার একটি হল মাস্টার্স অব সাইন্স প্রোগ্রাম এন্ড কম্পিউটিং৷ বছরে দুবার এই বিভাগ আবেদন পত্র জমা নেয় ১ জানুয়ারী এবং ১ জুলাই৷ এছাড়া মাস্টার অব আর্টস ইন সোশ্যাল সাইন্স বিভাগে আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ প্রতি বছরের ৩০শে নভেম্বর৷ আর অবশ্যই যারা এই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করতে আগ্রহী তারা আবেদন করতে পারেন প্রতি বছরের ১ ফ্রেব্রুয়ারীর মধ্যে৷