1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে মালিকি আলাউয়ি এগোচ্ছেন সমানে সমানে

১২ মার্চ ২০১০

ইরাকের সংসদীয় নির্বাচনের প্রাথমিক ফলাফল যে রকম ইঙ্গিত দিচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি৷ প্রধানমন্ত্রী মালিকি এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আলাউয়ির মধ্যেই এই লড়াই জোরদার৷

https://p.dw.com/p/MQiH
‘ইরাকিয়া অ্যালায়েন্স’ এর শীর্ষ নেতা ইয়াদ আলাউয়ি মালিকির অন্যতম চ্যালেঞ্জারছবি: AP

একদিকে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ‘স্টেট অফ ল’ জোট আর অন্যদিকে ধর্মনিরপেক্ষ ‘ইরাকিয়া অ্যালায়েন্স’, যার শীর্ষ নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াদ আলাউয়ি৷ এই দুটি জোটের মধ্যেই মূলত সদ্যসমাপ্ত ইরাকের সংসদীয় নির্বাচন আবর্তিত হচ্ছে যে তা স্পষ্ট হয়ে গেছে৷ রাজধানী বাগদাদের নির্বাচন কমিশন থেকে ভোটগণনার প্রাথমিক যেটুকু ফলাফল মিলেছে এ পর্যন্ত, তাতে বোঝা যাচ্ছে, বাগদাদের দক্ষিণের দুটি শিয়াপন্থী প্রদেশে বেশ ভালো ফলাফল করেছেন প্রধানমন্ত্রী নুরি আল মালিকি৷ আর উত্তরের দুটি প্রদেশ দিয়ালা আর সালাউদ্দিনে এগিয়ে রয়েছে আলাউয়ির জোট৷ নির্বাচন কমিশন জানাচ্ছে, মোট ১৮টি প্রদেশের নির্বাচনের সম্পূর্ণ ফলাফল পেতে পেতে অন্তত দুই সপ্তাহ লেগে যাবে৷ তবে ফলাফল যে ত্রিশঙ্কু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সে বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে প্রাথমিক গণনা থেকেই৷

ইরাকের এবারের নির্বাচনের ফলাফল যে ত্রিশঙ্কু হবে সে বিষয়ে আগাম মন্তব্য করেছিলেন পর্যবেক্ষকরা৷ কোন একটি দল ইরাকে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না যে, তা আগেই বোঝা যাচ্ছিল৷ যার অর্থ, নির্বাচনের ফলাফল পাওয়ার পর সরকার গড়তে প্রচুর টালবাহানা হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে৷ খুব সহজ হবে না সরকার গঠনের বিষয়ে বোঝাপড়ায় পৌঁছনো, বলছেন পর্যবেক্ষকদের অধিকাংশই৷

Wahlen in den Irak Flash-Galerie
ভোটগণনার কাজ এগোচ্ছে জোরকদমে৷ বাগদাদের একটি ভোটগণনাকেন্দ্রের ছবি৷ছবি: AP

ভোটগণনা নিয়েও ইতিমধ্যে বেশকিছু অভিযোগ উঠতে শুরু করেছে ইরাকে৷ মালিকির অন্যতম প্রধান চ্যালেঞ্জার আলাউয়ির ‘ইরাকিয়া অ্যালায়েন্স’-এর তরফে অসংখ্য দুর্নীতি এবং কারচুপির অভিযোগ করা হয়েছে৷ আলাউয়ির দলের দাবি, বহু জায়গাতে ব্যালট পেপার বদলে দেওয়া হয়েছে৷ বিশেষ করে যেসব জায়গায় ‘ইরাকিয়া অ্যালায়েন্স’-এর শক্ত ঘাঁটি, সেইসব এলাকার আসল ব্যালটবক্স বেমালুম বদলে দিয়েছে মালিকির সমর্থকরা৷ ফলে ফলাফল আদৌ সন্তোষজনক হবে বলে মনে করছে না আলাউয়ির দল৷ এবং সেরকম হলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না বলে হুমকি দিয়েছে ‘ইরাকিয়া অ্যালায়েন্স’৷

নির্বাচন কমিশন সূত্রে একটি বিবৃতি দেওয়া হয়েছে এ প্রসঙ্গে বৃহস্পতিবার৷ কমিশন জানিয়েছে, নির্বাচনে দুর্নীতি এবং কারচুপির যে সমস্ত অভিযোগ তারা পেয়েছে সেসবই খতিয়ে দেখা হবে৷ যদিও নির্বাচন কমিশনের অফিসাররা ভোটগণনার কাজের বিপুল বহর দেখে হতবাক৷ মোট ৩২৫টি সংসদীয় আসনের জন্য এবারের নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছেন ৬২০০ জন প্রার্থী৷ ভোট পড়েছে প্রায় ৬২ শতাংশ৷ এই বিপুল পরিমাণে ভোটগণনার কাজ যথেষ্ট বিস্মিত করে দিয়েছে নির্বাচন কমিশনের কর্মীদেরই৷ যদিও গণনার কাজ পরিকল্পনামত দুই সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছে কমিশন সূত্র৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - জাহিদুল হক