‘ইসলামকে জানলে ও মানলে এমন ঘটনা এড়ানো যেত' | পাঠক ভাবনা | DW | 10.05.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইসলামকে জানলে ও মানলে এমন ঘটনা এড়ানো যেত'

বাংলাদেশের একটি মসজিদে তিন ব্যক্তি প্রবেশ করে একজন ইমামকে চাপাতি দিয়ে কোপানোর মতো জঘন্য ঘটনায় পাঠকদের অনেকেই দুঃখ প্রকাশ করাসহ নানা মন্তব্য করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

তবে সঠিকভাবে ইসলামকে জানলে ও তা মেনে চললে এ ধরণের ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করেন ফেসবুক বন্ধু তপু হাফেজ৷ মসজিদের একজন ইমামকে চাপাতি দিয়ে কোপানো হয়েছে জেনে দুঃখ পেয়েছেন পাঠক সুমনা হমিদ৷ তিনি শুধু লিখেছেন ‘‘খুবই দুঃখজনক ঘটনা৷'' 

আর এই ঘটনা কখনো কোনো জঙ্গি ঘটনা বলে প্রচারিত হবে না বলে মনে করেন শামীম আরেফিন৷ তিনি লিখেছেন  ‘‘যদি ঘটনা উল্টা হতো, ইমাম সাহেব যদি এভাবে মারতেন, তাহলে এতদিনে ইমামদের ১২ টা বাজাতো৷''

‘‘এবার কোনো হিন্দুর উপর দায় চাপিয়ে, হিন্দু নিধনে নামুন,,ইনশাল্লাহ, ফতেহ হামারি হোগি'' –ফেসবুকে পাঠক মনোজ কুমার মন্ডল বিদ্রুপ করে এই মন্তব্যটি করেছেন৷৷

বাংলাদেশে একের পর এক এ পাঠক সানু আতঙ্কিত৷ তাঁর ভয় ‘‘বাংলাদেশ ধীরে ধীরে আবার পাকিস্তান হয়ে যাবে৷'' ইমামকে কোপানোর ঘটনায় অনেকের মতো মোহাম্মদ অনিকও খুব দুঃখ পেয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন