1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উচ্চশিক্ষায় সহায়তার জন্য বোরিংগার ইংগেলহাইম ফাউন্ডেশন

মারিনা জোয়ারদার২৪ সেপ্টেম্বর ২০০৮

বোরিংগার ইংগেলহাইম ফাউন্ডেশন৷ এটি একটি বেসরকারি সংগঠন৷ জার্মানিতে অন্যান্য ফাউন্ডেশনের সাথে এর পার্থক্য হল এই সংস্হাটি শুধু জার্মানি নয়, ইউরোপের যে কোন জায়গায় ডক্টরেট করার জন্য প্রার্থীদের আর্থিকভাবে সাহায্য করে থাকে৷

https://p.dw.com/p/FONu
বোরিংগার ইংগেলহাইম ফাউন্ডেশন এর ওয়েবসাইটছবি: b.i.f.

বিশেষ করে চিকিত্‌সা বিদ্যার জন্য অর্থাত্ ক্লিনিক্যাল এবং থিওরিটিক্যাল মেডিসিনের ওপর এই সংগঠনটি জোর দেয় বেশি৷

বোরিংগার ইংগেলহাইম ফাউন্ডেশন স্বল্প এবং দীর্ঘমেয়াদি দু ধরনের ডক্টরেট প্রোগ্রামের জন্য বৃত্তি দিয়ে থাকে৷ ডক্টরেট করা অবস্হায় কেউ যদি অন্য কোন দেশে কোন ধরনের ল্যাবরেটরি ওয়ার্ক বা কোন কোর্সে অংশগ্রহণ করতে চায় তাহলে তা ডক্টরেট প্রোগ্রামের একটি অংশ হিসেবে চিহ্নিত হবে এবং এর পুরো খরচ এই সংস্থাটি বহন করবে৷ তবে শর্ত হল ডক্টরেট প্রোগামটি দীর্ঘমেয়াদি হতে হবে৷

ডক্টরেটের জন্য বৃত্তি প্রদান নির্ভর করে সম্পুর্ণভাবে গবেষণার বিষয়ের ওপর৷ আধুনিক বিজ্ঞান ভিত্তিক বিষয়ের ওপর প্রাধান্য দিয়ে থাকে বোরিংগার ইংগেলহাইম ফাউন্ডেশন৷ ডক্টরেট প্রোগ্রামের জন্য সাধারণত দুবছরের বৃত্তি দেয়া হয় এবং তা প্রয়োজনে আরো এক বছরের জন্য বর্ধিত করা যায়৷ অন্য কোন সংস্থা থেকে যদি কোন প্রার্থী আর্থিকভাবে সাহায্য পেয়ে থাকে তবে এই সংস্হাটি সাহায্য করবে না৷

বছরে তিন বার এই সংস্হা আবেদনপত্র গ্রহণ করে থাকে৷ আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ যথাক্রমে ১লা ফ্রেব্রুয়ারি, ১লা জুন এবং ১লা অক্টোবর৷ প্রার্থীদের সবসময় উপদেশ দেয়া হয় অন্ততপক্ষে নির্ধারিত সময়সীমার চার সপ্তাহ আগে আবেদন পত্র জমা দিতে৷ প্রাথমিক বাছাই পর্ব সাধারণত ১ মাসের মধ্যে শেষ হয়৷ এরপর শুরু হয় মূল বাছাই পর্ব৷ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রায় চার মাস সময় নেয়া হয়৷

জার্মানিতে বোরিংগার ইংগেলহাইম ফাউন্ডেশনের ঠিকানা:

Boehringer Ingelheim Fonds

Stiftung für Medizinische Grundlagenforschung

Schlossmühle

Grabenstr. 46

D-55262 Heidesheim

Tel: 00 49 61 32 89 85 0

Fax: 00 49 61 32 89 85 11