1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঋণ নিতেই হচ্ছে আয়ারল্যান্ডকে

২২ নভেম্বর ২০১০

গ্রিসের পথেই হাঁটতে হল আয়ারল্যান্ডকেও৷ ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তিন বছরের বেইল আউট বা ধার নিয়ে তাদেরকে সামলাতে হবে ধ্বসে পড়া অর্থনীতিকে৷ প্রশ্ন উঠছে ইউরোর স্থিতিস্থাপকতা নিয়ে আবারও৷

https://p.dw.com/p/QEt6
আয়ারল্যান্ড, ঋণ, বেইল আউট, সংস্কার, ইইউ,Ireland, EEU, Loan, Eurozone, Greece, Dublin, Bail out
প্রথমে বলেছিলেন ধার নেব না৷ শেষে কিন্তু সেই বেইল আউট৷ আইরিশ প্রধানমন্ত্রী কাউয়েন, ব্রাসেলসেছবি: AP

শেষ পর্যন্ত সেই বেইল আউট

ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের সঙ্গে আলোচনার পর স্থির হল আয়ারল্যান্ডকে বাঁচাতে নতুন বেইল আউটের শর্তাবলী৷ ইইউ আর আইএমএফের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই এই ঋণের যাবতীয় খুঁটিনাটি স্থির করা হবে বলে জানিয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী ব্রায়ান কাউয়েন৷ আইরিশ অর্থমন্ত্রী ব্রায়ান লেনিহান জানিয়েছেন, এই ঋণের মোট পরিমাণ হবে ১০০ বিলিয়ন ইউরোর কিছুটা কম৷ অর্থমূল্যে যা দাঁড়াচ্ছে প্রায় ১৩৬ বিলিয়ন মার্কিন ডলার বা ৮৫ বিলিয়ন পাউন্ড৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর, ৮০ থেকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ পাবে আয়ারল্যান্ড৷

ঋণ সামলাতে সংস্কার

প্রধানমন্ত্রী বেইল আউটের বিষয়টি স্বীকার করার সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন, চার বছরের একটি বাজেট পরিকল্পনা তৈরি করবে তাঁর সরকার৷ যাতে দেশের ব্যাংকিং ক্ষেত্রকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হবে৷ পাশাপাশি এই ঋণ শোধ করতে গ্রিসের মতই আয়ারল্যান্ডকেও একাধিক আর্থিক সংস্কার কর্মসূচি গ্রহণ করতে হবে৷

Irland Defizit NO FLASH
আয়ারল্যান্ডে ব্যাঙ্কিং সংস্কারে হাত পড়বে প্রথমেইছবি: picture alliance/dpa

ইউরোজোনের পায়ের তলার জমি

ব্রাসেলসে রবিবার ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বিষয়ক কমিশনার ওলি রেহান জানিয়েছেন, আয়ারল্যান্ডকে এই ঋণ দেওয়া হবে কিস্তিতে মোট তিন বছরের বেশি সময় ধরে৷ রেহান আরও জানাচ্ছেন, ইউরোকে স্থিতিস্থাপক করতে এবং ইউরোজোনের দেশগুলির পায়ের তলার জমি শক্ত করতে এই ঋণ দেওয়া হবে আয়ারল্যান্ডকে৷

মানে ইউরোর সামনে নতুন নতুন চ্যালেঞ্জ

২০১০ সালটা ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা ইউরোর জন্য তেমন সুখকর অভিজ্ঞতা হল একথা বলা যায়না৷ গত গ্রীষ্মে গ্রিসের জন্য বিপুল ভরতুকি দিতে হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে৷ যার সিংহভাগ দিয়েছে জার্মানি৷ এবার আয়ারল্যান্ডের পালা৷ এরপরেও অপেক্ষায় রয়েছে আরও দুটি দেশ৷ পর্তুগাল এবং স্পেন৷ তাদের অর্থনীতিও মুখ থুবড়ে পড়ার মুখেই৷ ফলে, আন্তর্জাতিক বাজারে ইউরোর মান বজায় রাখতে ইউরোপীয় ইউনিয়নকে বেশ সংকটের মধ্য দিয়েই যেতে হচ্ছে৷ বিশ্বজোড়া আর্থিক মন্দার কবল থেকে বের হওয়াটা যে তত সোজা কাজ নয়, তা বোঝাই যাচ্ছে এইসব বিপর্যয়ের ঘটনায়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম