1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক শ্রমিকের সংগ্রাম ও প্রাপ্তি

আশীষ চক্রবর্ত্তী২০ এপ্রিল ২০১৬

এখন ৫০ হলে ৩৫ বছর আগে রামরতিনের বয়স ছিল ১৫৷ তখন থেকেই তিনি চা শ্রমিক৷ সে আমলে সারাদিন কাজ করে পেতেন সাত টাকা৷ ডয়চে ভেলেকে দেয়া এই সাক্ষাৎকারেই জেনে নিন ৩৫ বছরে কতটা বদলেছে চা শ্রমিকদের জীবন৷

https://p.dw.com/p/1IXeY
Indien Teeindustrie Bangladesch
ছবি: Khukon Thaunaujam

ডয়চে ভেলে: কোন চা বাগানে কাজ করেন?

রামরতিন: পাত্রখলা চা বাগান৷

কত বছর ধরে কাজ করেন?

আমি তো বহুত দিন হইল কাজ করতে আছি৷

কত বছর হবে?

৩০-৩৫ বচ্ছর হই যাইবো৷

বাংলাদেশের চা বাগান
ছবি: Khukon Thaunaujam

যখন কাজ শুরু করেছিলেন তখন হাজিরা (মজুরি) কত ছিল?

তখন তো ছিল কি জানি ৭ টাকা৷

দিনে ৭ টাকা? আর এখন দিনে কত?

এখন তো ৮৫ ট্যাকা৷

পরিবারে কয়জন মানুষ?

পরিবারে আমরা এখন চারজন৷

কে কে?

একটা ছেলে, একটা মেয়ে আছে....

রামরতিনের সাক্ষাৎকার

একটা ছেলে, একটা মেয়ে, আপনি আর আপনার স্বামী- এই চারজন?

হ৷

বাগানে কে কে কাজ করে?

বাগানে খালি আমরা দুই বুড়া-বুড়ি কাজ করি৷

ছেলে-মেয়ের বয়স কত?

ছেলের ১৫ আর মেয়ের ১৭৷

ছেলে কি পড়াশোনা করে?

কিছুদিন লেখাপড়া করসে৷ ছেলেটা নাইন পর্যন্ত পড়সে৷

তারপর আর লেখাপড়া করেনি?

না৷

কেন? আর পড়াশোনা করে না কেন?

কিতা করবায়, অভাবে ছাড়ি দিসে, ট্যাকার লাগি....

ওদেরকে অন্য কোনো কাজ শেখান না ?

কিছু তো কাজ শিখসে না৷

ভবিষ্যতে ওরা বাগানেই কাজ করবে? নাকি অন্য কোনো কাজ করবে? ছেলে কী চায়?

এখন তো যনতন দিকে (যে কোনো জায়গায়) কাজ করে আর খাইতে আছে৷ কিছু সুযুগসুবিদা (সুযোগ-সুবিধা) দিলে তো হেরাও (তারাও) পারবো কাজ করতে৷

চা শ্রমিক
ছবি: Khukon Thaunaujam

আপনি সপ্তাহে কয়দিন কাজ করেন?

ছয় দিন৷

রেশন পান?

জ্বী, রেশন পাই৷

রেশনে কী কী পান?

চাউল দেয়৷

কয় কেজি চাউল পান?

কামলাপ্রতি সাড়ে তিন কেজি দেয়৷

সপ্তাহে সাড়ে তিন কেজি? মানে দু জন মিলে সপ্তাহে ৭ কেজি চাউল পান?

হ৷

চা শ্রমিকদের বাড়ি, গোয়াল ঘর
ছবি: Khukon Thaunaujam

আর কী পান রেশনে?

আর কিছু পাই না তো!

কষ্ট হয় চলতে?

কষ্ট হয়৷ তবু ছেলে-মেয়ে থোড়া কাজ করে কই থোড়া ভালো চলি আরকি৷ আর নায় (নাহলে) সরকারি কাজে তো আমরার বহুত কষ্ট হইতে আছে৷

ছেলে-মেয়ে কী কাজ করে?

আউটে (বাগানের বাইরে) কাজ করে৷ বাগানের কাজ নাই তো, বাগানের কাজ আছে আমরার দুইজনের৷

আউটে কী কাজ করে?

নেবুবাড়িয়ে (লেবু বাগানে), আনারসবাড়িয়ে (আনারস বাগানে) কাজ করে৷

আর মেয়ে?

মেয়েও যায় ওই কামে৷

বাড়ির সামনে এক চা শ্রমিক
ছবি: Khukon Thaunaujam

তাহলে তো পরিবারের চারজনকেই কাজ করতে হচ্ছে...

না করলে কষ্ট হইবো না? চালেরও দর আছে, আনাজপাতিরও (তরকারি) দর আছে৷

ছেলে বাগানের বাইরে কাজ করে দিনে কত পায়?

দিনে ১৫০ ট্যাকা দেয়৷

আর মেয়ে?

মেয়েরে ১০০ ট্যাকা দেয়৷

সপ্তাহে ছয়দিন কাজ পায়?

না, সব দিন পায় না৷

চা শ্রমিকের ঘর
ছবি: Khukon Thaunaujam

আপনারা কী বাগানে পার্মানেন্ট (স্থায়ী) হয়েছেন?

জ্বী৷

পার্মানেন্ট কাজে কী সুবিধা?

আর কী সুবিধা থাকবো?

হাজিরা মাত্র ৮৫ টাকা৷ হাজিরা কত হলে ভালো হয়?

কত ট্যাকা? কত কষ্টে ৮৫ ট্যাকা বাড়াইসে, বহুত কষ্টে ৮৫ ট্যাকা দিতে আছে...

পূজায় কি আপনারা বোনাস পান?

হ পাই৷ দুর্গা পূজায় ১১০০ ট্যাকা দিসে৷

আচ্ছা, বিকালে যখন চা পাতা তোলা শেষ করেন, তখন তো পাতা ওজন হয়, তাই না?

জ্বী৷

বাংলাদেশের কয়েকজন চা শ্রমিক
ছবি: Khukon Thaunaujam

ওজনের ওপরে কিছু পান?

সারাদিনে যদি ২৩ কেজি পাতা তুলতে পারি, তাইলে ৮৫ ট্যাকা দেয়৷ কম তুললে কেজিতে তিন ট্যাকা কম দেয়৷

কত বছর পর্যন্ত কাজ করতে দেয়?

আমরা এখন যতদিন পারমু ততদিন কাজ করমু৷

শরীরে যতদিন কুলায় ততদিন?

হ৷

রামরতিনের গল্প আপনার কেমন লাগলো? জানান নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য