1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্সেইয়ে গাড়ি হামলা, নিহত ১

২১ আগস্ট ২০১৭

দক্ষিণ ফ্রান্সের বন্দরনগরী মার্সেইয়ে বাসস্টপে গাড়ি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন৷ একজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে৷ আক্রান্ত এলাকা এড়িয়ে চলার জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/2iYrl
Barcelonal Polizei Sicherheit Terror Anschlag
ছবি: picture-alliance/Photoshot/M. Balk

ভূমধ্যসাগর অঞ্চলের শহরটিতে সোমবার বাসের জন্য স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন পথচারীরা৷ এমন সময় একটি গাড়ি দ্রুত গতিতে এসে পথচারীদের চাপা দেয়৷ একই গাড়ি কাছিকাছি আরেক বাসস্টপেও একই ঘটনা ঘটায়৷ ঘটনাস্থলেই একজন নিহত হয়৷ গুরুতর আহত হয়েছেন আরেক পথচারী৷

প্রথম হামলার ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল সোয়া আটটার দিকে৷ পরের হামলাটি ঘটে প্রায় একঘণ্টা পর৷ 

স্থানীয় পুলিশ টুইটারে শহরের পর্যটন এলাকা, বিশেষ করে ভ্যিউ বন্দর এবং চার্লস লিভন বুলেভার্দ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে৷ ফরাসি ভাষায় লেখা এই টুইটারে, অপারেশন চলছে বলে জানিয়েছে পুলিশ৷

সন্দেহভাজন গাড়িচালককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে  ফরাসি পুলিশের এক মুখপাত্র জার্মান বার্তাসংস্থা ডিপিএকে জানিয়েছেন৷ আটক ব্যক্তির বয়স ৩৫ উল্লেখ করা হলেও তার নাম বা অন্যান্য তথ্য প্রকাশ করা হয়নি৷

‘‘এই মুহূর্তে হামলার কারণ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই,'' রয়টার্সকে জানিয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা৷

তবে ফরাসি সংবাদ সংস্থা এএফপি দেশটির পাবলিক প্রসিকিউটরদের বরাত দিয়ে জানিয়েছে, তারা হামলার ঘটনাকে জঙ্গি আক্রমণ হিসেবে দেখছেন না৷

স্পেনের বার্সেলোনা ও ক্যামব্রিলস এবং ফিনল্যান্ডের টুরকু শহরে হামলার কয়েকদিনের মধ্যেই ঘটলো এই হামলা৷ আগের হামলাগুলোতেও অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে গাড়ি, নিহত হয়েছেন অন্তত ১৫ জন৷

এদিকে, বার্সেলোনায় গাড়ি হামলায় সন্দেহভাজন চালক মরোক্কান বংশোদ্ভুত ইউনেস আবুইয়াকুব পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

কাটালান পুলিশ জানিয়েছে, বার্সেলোনা থেকে ৫০ কিলোমিটার দূরে সুবিরাতস এলাকার একটি আঙুর ক্ষেতে ইউনেস আবুইয়াকুবকে গুলি করে হত্যা করা হয়ে। এর ফলে তাকে গ্রেপ্তারে ইউরোপজুড়ে চার দিনের অভিযান শেষ হলো। বার্সেলোনা হামলার ঘটনায় এরইমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এডিকে/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)