1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসলিঙ্গেন ইউনিভার্সিটি অফ অ্যাপলায়েড সায়েন্স

মারিনা জোয়ারদার১২ ডিসেম্বর ২০০৮

ফাকহকশুলে এসলিংগেন বা এসলিঙ্গেন ইউনিভার্সিটি অফ অ্যাপলায়েড সায়েন্স জার্মানির বাদেন ভুর্টেমবার্গ রাজ্যে অবস্হিত৷ ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিখ্যাত৷

https://p.dw.com/p/GFDU

এই বিশ্ববিদ্যালয়ে সব মিলে ৯ টি বিভাগ আছে৷ তার মধ্যে ১৮টি বিভিন্ন ধরনের পাঠ্য বিষয়ে মাধ্যম হিসেবে জার্মান ভাষা ব্যবহার করা হয় এবং মাস্টার্সের তিনটি বিষয় ইংরেজিতে পড়া যায়৷ ৪ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে ফাখহোখশুলে এসলিঙ্গেন-এ৷ বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন ১৭৮ জন অধ্যাপক৷ আছেন তাঁদের ৯০ জন মানুষ সহযোগী৷ ১৯৬৮ সালে এই বিশ্ববিদ্যালয়টি পালন করেছে তার শতবার্ষিকী৷

এসলিঙ্গেন ইউনিভার্সিটি অফ অ্যাপলায়েড সায়েন্স-এ অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে মাস্টার্স করার সুযোগ আছে এবং তা ইংরেজিতে৷ বেসিক সায়েন্সের এর মধ্যে পড়ছে বায়োটেকনলজি, বিল্ডিং সার্ভিসেস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভেহিক্যাল টেকনোলজি, বিজনেস ম্যানেজমেন্ট, এমবিএ এবং ইনফরমেশন টেকনোলজি৷ গ্রাজুয়েট প্রোগ্রামগুলোর মেয়াদ সাধারণত ৮ সেমিস্টার অর্থাৎ ৪ বছরের৷ প্রতিটি কোর্স শেষে জমা দিতে হয় থিসিস পেপার৷

মাস্টার্স প্রোগ্রাম

এমবিএ-র বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট৷ যাঁরা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তাদের জন্য এ বিষয়টি বেশ সহজ হবে৷ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়েও এখানে পড়ানো হয়৷ প্রোগ্রাম শেষে কোন একটি জার্মান কোম্পানিতে ইন্টার্নশিপেরও সুযোগ থাকতে পারে৷ যেহেতু অর্থাৎ মার্সিডিজ বেনজ্ এবং পর্শের মত বিখ্যাত গাড়ি নির্মাণ সংস্হার প্রধান দপ্তরগুলো স্টুটগার্টে অবস্থিত সেহেতু এই কোম্পানিগুলোতেই ছাত্র-ছাত্রীরা তাদের ইন্টার্নশিপের জন্য আবেদন করে থাকে৷

এমবিএ-র এই প্রোগ্রামটি ১৬ মাসের একটি কোর্স৷ বিদেশী ছাত্র-ছাত্রীদের সব সময় বলা হয়, জার্মান ভাষা জানা থাকলে জার্মান কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ করার সম্ভাবনা বেড়ে যাবে অনেকগুণ৷ এই কোর্সটিতে শুধু জার্মান অধ্যাপকই নয় বরং বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অধ্যাপকরাও লেকচার দেন৷

অটোমটিভ ইঞ্জিনিয়ারিং-এর এমএসসি কোর্স

যেসব গাড়ী নির্মান সংস্থা আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে আছে সেসব সংস্হাগুলোর পরিকল্পনা, কৌশল ও ম্যানেজমেন্টের সাথে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছে এই কোর্স৷ এই সংস্হাগুলোতে যারা দীর্ঘদিন কাজ করছে তাদের আমন্ত্রিত লেকচারার হিসেবে আনা হয়৷ মূল লক্ষ্য হল ছাত্র-ছাত্রীদের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিংয়ে পারদর্শী করা৷

গাড়ী নির্মান কোম্পানী ছাড়াও বশ, সিমেন্স এবং গেরিং -এর মত কোম্পানিগুলোও কাছাকাছি অবস্থিত৷ প্রতিটি সংস্হাই বিশ্ববিদ্যালয়ের ৩০ কিলোমিটারের মধ্যে অবস্হিত৷ এমএসসি-র এই কোর্সটিতেও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অতিথি লেকচারার হিসেবে আমন্ত্রণ জানানো হয়৷

এমএসসি-র এই কোর্সটি তিন সেমিস্টার অর্থাৎ ১৮ মাসের এবং এখানে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ইংরেজি ভাষা৷ কোর্স শেষে একটি থিসিস পেপার জমা দিতে হয়৷

ইনফর্মেশন টেকনোলজি

সব শেষে এম এস সি ইন ইনফরমেশন টেকনোলজি এন্ড অটোমেশন সিস্টেম৷ তিন সেমিস্টার অর্থাত্ ১৮ মাসের কোর্স এটি. মাধ্যম ইংরেজী. আলকাটেল, বশ্, ডাইমলার ক্রাইসলার, হিউলেট প্যাকার্ড, আইবিএম এবং সিমেন্সের মত আন্তর্জাতিক সংস্হাগুলো থেকে অভিজ্ঞ কর্মকর্তারা আসেন গেস্ট লেকচারার হয়ে৷ এসব সংস্হাগুলোতেও ইন্টারর্ণশিপ করার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হয়৷

এবার জানা যাক কোন ভাষায় কতটা দক্ষতা থাকা প্রয়োজন. যেহেতু এমবিএ এবং এমএসসি ইংরেজীতে করা সম্ভব সেহেতু বিদেশী ছাত্র-ছাত্রীদের অবশ্যই টোফেল স্কোর দেখাতে হবে৷

এমবিএ এর ক্ষেত্রে টোফেলে -এ অন্তত ৫৫০ নম্বর পেতে হবে অথবা আইইএলটিএস স্কোর হতে হবে অন্তত ৬.৫ এবং জিম্যাট টেস্টে উত্তীর্ণ হতে হবে৷ এমএসসির ক্ষেত্রে টোফেল স্কোর ৫৩০ অথবা আইইএলটিএস স্কোর ৬.০ এবং অবশ্যই জিআরই স্কোর দেখাতে হবে৷ জার্মান ভাষা কিছুটা জানা থাকলে বেশ সুবিধা হবে৷ জার্মান ভাষা জানা না থাকলে বিদেশী ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভাষাটি শিখতে হবে এবং অন্ততপক্ষে একটি সার্টিফিকেট দেখাতে হবে৷

এই বিশ্ববিদ্যালয়ে আবেদন পত্র জমা দেয়ার সময়সীমা ১লা সেপ্টেম্বর থেকে ৩১ শে মার্চ পর্যন্ত৷ বিস্তারিত তথ্যের জন্য আপনারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটিতে যোগাযোগ করতে পারেন৷ সেখান থেকে আবেদন পত্রটিও ডাউনলোড করা সম্ভব৷অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তা ছাত্র-ছাত্রীদের বেশ সাহায্য করবে৷


ফাকহকশুলে এসলিংগেনের ইঞ্জিনিয়ারিং উইথ বিজনেস স্টাডিজ বিভাগটি জার্মানিতে এবছর প্রথম স্থান অধিকার করে৷ এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং -কে প্রথম স্হানে ভূষিত করে৷ ফাকহকশুলে এসলিংগেন৷ ফাকহকশুলে এসলিংগেনের ঠিকানা


Fachhochschule Esslingen

Hochschule für Technik

University of Applied Sciences

Kanal Straße- 33

D- 73728 Esslingen

Telefon: +49 (0) 711 397 49

Fax: + 49 (0) 711 397 31 00


আরেকটি ঠিকানা হচ্ছে


Fachhochschule Esslingen

Hochschule für Technik

University of Applied Sciences

Fladern Straße- 101

D- 73738 Esslingen

Telefon: +49 (0) 711 397 49

Fax: + 49 (0) 711 397 40 92