1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওপরে আকাশ, মাঠে শয্যা

মনিরুল ইসলাম২২ মার্চ ২০১৩

হোটেল অথচ মাথার ওপর ছাদ থাকবে না, তাই কী হয় নাকি? হয়, যদি বিশ্বাস করতে না পারেন তবে যেতে পারেন বাভারিয়া রাজ্যের বাড কিসিনগেন-এ৷ ঠিকানা ধরে যাবেন, পৌঁছে যাবেন একটি গমক্ষেতে৷ ভাববেন, হোটেল কই?

https://p.dw.com/p/OxlJ
এভাবে খোলা আকাশের নিচে ঘুমাতে কেমন লাগবে?ছবি: picture alliance/dpa

ভুল হয়নি আপনার, আসলে সেটাই হোটেল৷ নীল আকাশই সেখানে ছাদের সীমানা৷

এই হোটেলটির শুরুটা নিয়ে চমৎকার একটি গল্প আছে৷ এর সঙ্গে জড়িয়ে আছে একটি গানও৷ জার্মান পপ তারকা জুর্গেন ড্রু'র একটি গান শুনে এই হোটেলটি করার কথা মাথায় আসে মনিকা ফ্রিৎসের৷ ড্রু'র ইচ্ছা ছিল সবুজের বুকে শয্যা পাততে৷ আর তাই শুনিয়েছিলেন তাঁর গানে৷ গানটি মনিকার এমনই মনে ধরল যে তিনি উঠেপড়ে লাগলেন সেই স্বপ্নকে একেবারে বাস্তবে নামিয়ে আনতে৷

প্রায় ১০ বছর হতে চলল ওপেন এয়ার হোটেল ‘আইন বেইট ইম কর্নফেল্ড'র৷ শুরুতে সাড়া না পড়লেও এখন নিয়মিতই খদ্দের পাচ্ছে এই হোটেল৷ আকাশের তারাকে সঙ্গী করে খড়ের গাদায় থাকতে অনেকেই এখন ছুটে যান সেখানে৷ শুধু এই গ্রীষ্মেই চারশ বুকিং পাওয়া গেছে৷ দরজা-জানালা, আর নাগরিক কোনো সুবিধা নেই, তাতে কী? প্রকৃতির কাছাকাছি তো যাওয়া যাচ্ছে৷ আর নাগরিক সুবিধাগুলো বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই, জানালেন মনিকা৷

খড়ের গাদার এই হোটেল খোলা থাকে শুধু গ্রীষ্মে, জুলাই আর আগস্ট মাসে৷ আবহাওয়াই ঠিক করে দেয়, হোটেল খোলা থাকবে কখন৷ কারণ বৃষ্টি হলে তো আর খোলা মাঠে শয্যা পাতা যাবে না৷ অদ্ভুত এই হোটেলে রাত কাটাতে হলে খরচ খুবই কম৷ প্রতি রাত তিন থেকে সাত ইউরো৷ আর রাত কাটানোর সঙ্গে সঙ্গে খেলাধুলার নানা আয়োজনও আছে সেখানে৷ আছে ক্যাম্পফায়ারের ব্যবস্থাও৷