1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না আফ্রিদি

১ এপ্রিল ২০১১

বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদি আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন৷ পাকিস্তানের জাতীয় ক্রিকেট বোর্ড পিসিবি, রয়টার্সকে এই খবর দিয়েছে৷

https://p.dw.com/p/10lcP
শহীদ আফ্রিদিছবি: picture alliance/dpa

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ১৮ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে৷ তবে এই সফর সম্পর্কে কথা বলার জন্যে ৩১ বছর বয়সের অল-রাউন্ডার আফ্রিদিকে পাওয়া যায়নি৷ আফ্রিদি পিসিবির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো মনের অবস্থা তাঁর নেই৷ তবে পিসিবির ঐ সূত্র এই খবর দেওয়ার আগে জানান, তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না, কারণ তিনি ক্রিকেট থেকে কিছুদিন ছুটি নিতে চান৷

শহীদ আফ্রিদি ২০১০ সালেই টেস্ট ক্রিকেট খেলা বাদ দিয়েছেন, তবে আশা করা হচ্ছিল যে তিনি একদিনের ম্যাচগুলো এবংওয়েস্ট ইন্ডিজে টোয়েন্টি টোয়েন্টি খেলবেন৷ বুধবারে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ২৯ রানে হারার পরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাকিস্তান৷

এই অলরাউন্ডার পাকিস্তানের হয়ে ৩২০টি ওয়ান ডে-তে অংশ নিয়েছেন, টেস্ট খেলেছেন ২৭টি এবং ৪২টি টোয়েন্টি টোয়েন্টিতে অংশ নিয়েছেন৷ গত বছর থেকেই সীমিত ওভার ম্যাচগুলোতে পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি৷

ওয়েস্ট ইন্ডিজে একটি টোয়েন্টি টোয়েন্টি ও পাঁচটি ওয়ান ডে ম্যাচ এবং দুটি টেস্ট খেলবে পাকিস্তান৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক