1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসের আগে ‘কুইনস ব্যাটন’ ঘুরল দিল্লির পথে

১ অক্টোবর ২০১০

কমনওয়েলথ গেমসের অ্যাথলিট, রাজনীতিক ও ছাত্ররা শুক্রবার ‘কুইনস ব্যাটন’ বা রানির প্রতীক নিয়ে নতুন দিল্লির প্রধান এলাকাগুলো প্রদক্ষিণ করেছে৷ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক দুদিন আগে এই ব়্যালী অনুষ্ঠিত হলো৷

https://p.dw.com/p/PS2b
কমনওয়েলথ গেমস ২০১০-এর ম্যাসকটছবি: UNI

কমনওয়েলথভুক্ত ৭০টি রাষ্ট্র বা অঞ্চল, অর্থাৎ প্রায় ১ লক্ষ ৯০ হাজার কিলোমিটার পথ ঘুরে ব্যাটনটি বৃহস্পতিবার ভারতের রাজধানীতে পৌঁছায়৷ শুক্রবার গেমসের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাডি এবং অলিম্পিকে ভারতের সিলভার মেডেলিস্ট শ্যুটার রাজ্যবর্ধন সিং ঐতিহাসিক ইন্ডিয়া গেটের সামনে ব্যাটনটি গ্রহণ করেন৷ এই সময় আরো উপস্থিত ছিলেন উৎফুল্ল ছাত্রছাত্রী এবং সামরিক কর্মকর্তারা৷

গেমসের নিম্নমানের প্রস্তুতির জন্যে কালমাডি কঠোরভাবে সমালোচিত৷ অত্যন্ত নোংরা গেমস ‘ভিলেজ' গেমসের জন্য নির্মাণাধীন একটি পায়ে হাঁটা সেতু ভেঙে পড়ার পরে গেমস আয়োজকদের মুখে বলতে গেলে চুনকালি পড়ে৷ আর সবচেয়ে বড় ধাক্কাটি খায় যখন অত্যন্ত উচ্চমানের কয়েকজন খেলোয়াড়কে প্রত্যাহার করে নেওয়া হয়৷ এছাড়া আরো লজ্জাজনক অবস্থায় পড়তে হয়, যখন একজন অ্যাথলিটের ঘরে একটি সাপের দেখা পাওয়া যায় এবং একজন ভারতীয় বক্সারের খাট ভেঙে পড়ে৷

তবে কমপ্লেক্সের বাইরে থেকে বিতাড়িত করা হয়েছে ভিক্ষুকদের এবং পথেই যারা ঘুমান তারাও যেন রাতারাতি উধাও হয়ে গেছে৷ এদিকে গেমসের ব্যাপারে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, সরকার তা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে৷ অন্যদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে কয়েকজন অ্যাথলিটকে প্রত্যাহার করে নেওয়ার পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী চিদাম্বরম গেমস নিয়ে কোন ধরনের হুমকির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন৷ শুক্রবার তিনি বলেন, ‘‘এই ধরনের আশঙ্কার কোন ভিত্তি নেই৷ আপনারা গেমসের দিকে মনোযোগ দেন এবং উপভোগ করেন৷ ''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন