1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুর্দিস্তানে সংকট

২৫ অক্টোবর ২০১৭

স্বাধীনতার প্রশ্নে একতরফা গণভোট আয়োজন করে প্রবল চাপের মুখে পড়েছে ইরাকি কুর্দিস্তানের নেতৃত্ব৷ বেশ কিছু এলাকার উপর নিয়ন্ত্রণ হারিয়ে সেই গণভোটের রায় স্থগিত করে বাগদাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন কুর্দি নেতারা৷

https://p.dw.com/p/2mS0p
চাপের মুখে কুর্দি নেতা মাসুদ বারজানি
ছবি: picture-alliance/abaca/F.Ferec

স্বাধীনতার প্রশ্নে গণভোটের পর প্রবল চাপের মুখে পড়েছে ইরাকের কুর্দিস্তান এলাকা৷ বাগদাদের ফেডারেল সরকার কিরকুক শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে জোরালো তৎপরতা শুরু করেছে৷ ইরানের মদতপুষ্ট মিলিশিয়া বাহিনীও এই উদ্যোগে অংশ নিচ্ছে৷

এমন পরিস্থিতিতে হিংসা বন্ধ করে সংলাপের মাধ্যমে উত্তেজনা কমাতে চাইছে কুর্দি নেতৃত্ব৷ সেই সদিচ্ছার পরিচয় হিসেবে তারা গত মাসে গণভোটে স্বাধীনতার রায়কে আপাতত ‘ফ্রিজ' বা মূলতুবি রাখার প্রস্তাব দিয়েছে৷ ইরাকের সাংবিধানিক কাঠামোর মধ্যেই বাগদাদের সঙ্গে আলোচনা চাইছে কুর্দি আঞ্চলিক সরকার৷ উল্লেখ্য, ইরাকি কুর্দিস্তানে প্রায় ৯২ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে রায় দিয়েছিলেন৷

বর্তমান পরিস্থিতির কারণে ইরাকের কুর্দি অঞ্চলের নেতৃত্ব কতটা দুশ্চিন্তায় পড়েছে, মঙ্গলবারের আরেকটি সিদ্ধান্ত তা স্পষ্ট করে দিয়েছে৷ আগামী ১লা নভেম্বর সেখানে সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল৷ কিছু এলাকা হাতছাড়া হবার পর সেই নির্বাচন আরও ৮ মাস পিছিয়ে দেওয়া হয়েছে৷ তবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি৷ কুর্দি আঞ্চলিক সংসদ পরে উপযুক্ত তারিখ স্থির করবে বলে কুর্দিস্তান গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে৷

কুর্দি আঞ্চলিক সংসদ কুর্দি প্রেসিডেন্সির কার্যকলাপও মূলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ ফলে কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানির ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়েছে৷ তাঁর একতরফা গণভোট আয়োজনের সিদ্ধান্তের পরিণতি প্রবল সমালোচনার মুখে পড়েছে৷ ঘনিষ্ঠ সহযোগী অ্যামেরিকাও তাঁর প্রতি সমর্থন দেখাচ্ছে না৷ এই অবস্থায় কুর্দি রাজনীতি জগত উত্তাল হয়ে পড়েছে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য