1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Bollywood, Bachchan, Millionaire, বচ্চন, বলিউড

৮ জুলাই ২০১০

‘কে হতে চায় কোটিপতি’ দশ বছর আগে টেলিভিশনের পর্দায় শুরু হওয়া সেই ‘রিয়ালিটি গেম শো’৷ যেখানে সে সময় হাজির থাকতেন স্বয়ং বিগ বি৷ আবারো যদি ঘটে এমন দৃশ্য৷ তাহলে খুব আশ্চর্য হবার কিছু নেই৷ এটি স্বপ্ন নয়, খুবই বাস্তব৷

https://p.dw.com/p/ODzf
Bollywood, Bachchan, Millionaire, বচ্চন, বলিউড
বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনছবি: UNI

কারণ ভক্তদের আবারো মাতাতে এমন সম্মতিই মিলেছে বলিউড ‘গুরু’র কাছ থেকে৷ ৬৭ বছর বয়সি কিংবদন্তী অমিতাভ বচ্চন এই ঘোষণা দিয়েছেন নিজের ব্লগে৷ এ নিয়ে টুইটারেও টুইট করেছেন এই ক্ষণজন্মা তারকা৷ লিখেছেন ‘‘কৌন বনেগা ক্রোড়পতি'' নামের জনপ্রিয় ‘রিয়ালিটি গেম শো’টিতে ফিরে আসছেন আবার৷

http://bigb.bigadda.com ঠিকানায় ব্লগ করেন গুরু বচ্চন৷ আর সেখানেই লিখলেন, ‘‘২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি'র প্রথম সম্প্রচারের পর এখনও মনে হচ্ছে এটা ছিল গতকালের ঘটনা৷'' বচ্চন আরো লিখেছেন, ‘‘না, টিভি চ্যানেল ছাড়া কেউ আমাকে এটা করতে পরামর্শ দেয়নি৷'' বলে রাখা ভালো, এখানে টিভি চ্যানেল বলতে বোঝানো হয়েছে সনি টেলিভিশনকে৷ ‘‘তবে এটা যখন শুরু হয়েছিল তখন থেকে বিশ্বে পাল্টে গেছে অনেক৷ আর আমার ক্ষেত্রেতো বটেই....৷ অনেক কারণেই কেবিসি আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং এখনও আছে একটি অসাধারণ অভিজ্ঞতা হয়ে,'' বলেছেন অমিতাভ বচ্চন৷

Bollywood, Bachchan, Millionaire, বচ্চন, বলিউড
ফাইল ছবিছবি: EROS Verleih

একটু পেছনে তাকালেই বোঝা যাবে বচ্চনের এই কথার তাৎপর্য৷ ১৯৭০ এর দশকে হিন্দি সিনেমায় ‘রাগী যুবক' হিসেবে নিজেকে তুলে ধরেন বচ্চন৷ এর মধ্যে ‘শোলে' ছবিতেই তিনি সবচেয়ে বেশি দাগ কাটেন ভক্তদের মনে৷ কিন্তু আশি থেকে নব্বই এর দশকে হঠাৎ করেই বেশ টানাপোড়েনে হাবুডুবু খাচ্ছিলেন এই তুখোড় অভিনেতা৷ এসময়ের বেশ কিছু উদ্যোগেই ব্যর্থ হন বচ্চন৷

প্রযোজনা প্রতিষ্ঠান দিয়ে ক্ষতির মধ্যে পড়েন৷ ঢোঁকেন রাজনীতির মাঠে৷ কিন্তু সেখানে নিজেকে খুঁজে পান এক বহিরাগত হিসেবে৷ এসময় গণমাধ্যমের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে ওঠে তাঁর৷ একে একে সবকিছু যেন ফিকে হয়ে আসে৷ আর পা পিছলে পড়ার এই অবস্থায় আশীর্বাদ হয়ে এসেছিল কেবিসি৷ কারণ, এর মাধ্যমেই তিনি পরিণত হন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতায়৷ কিন্তু ২০০৬ সালে মারাত্মক অসুস্থতার কারণে কেবিসি থেকে সরে আসতে বাধ্য হন বচ্চন৷ তাঁর জায়গায় আসেন আরেক সুপারহিট অভিনেতা শাহরুখ খান৷

বচ্চনকে শেষ বড় পর্দায় পাওয়া গেছে ‘তিন পাত্তি' ছবিতে৷ সাথে ছিলেন ব্রিটিশ অভিনেতা বেন কিংসলে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ