1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট, না জাতীয় ট্র্যাজেডি?

৫ মার্চ ২০১১

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের পালা শেষ হল ৫৮ রানে৷ বিশ্বকাপে কোনো টেস্ট-খেলুড়ে দেশের সর্বনিম্ন রান৷ উত্তাল দেশের গণমাধ্যম৷

https://p.dw.com/p/10TqW
জাতীয় খেলাছবি: AP

যেখানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'এর মতো সংবাদ সংস্থা নির্দ্বিধায় ‘এবার সমর্থকদের জুতা মিছিল'-এর মতো খবর দিচ্ছে, সেখানে আবেগ এবং রোষের মাত্রাটা বোঝাই যাচ্ছে৷ বিডিনিউজ উদ্ধৃতি দিয়েছে ঢাকার রিকশা চালক ফুলবাবুর, যিনি বলেছেন: ‘‘ভাইজান কি আর কমু, চারুকলার ভিতরে মাইয়াগো খেলতে দেখছি৷ মনে অইলো তেনারাও আমাগো দলের চাইতে ভালো খেলে৷''

বিপর্যয়ের কারণ

ইত্তেফাকে একটি প্রতিবেদনের শীর্ষক হল: ‘অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল গুনলো বাংলাদেশ'৷ এর পাশাপাশি রাখা যেতে পারে ইত্তেফাকের আর এক প্রতিবেদকের মন্তব্য: ‘‘তামিম-সাকিবের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল, অতিরিক্ত চাপ নিয়ে খেলছে তারা৷'' ইত্তেফাকের প্রথম প্রতিবেদক কিন্তু এ' ধরণের মন্থর উইকেট বানানো নিয়েও প্রশ্ন তুলেছেন৷ সমকালেও রয়েছে, উইকেটকে ‘‘স্পিনস্বর্গ'' বানানোর ফলে ওয়েস্ট ইন্ডিজের সুলেমান বেন একদিনের জন্য হয়ে গেলেন মুরালিধরণের চেয়েও বড় টার্নার৷

লজ্জাজনক ঘটনা

বিপক্ষের খেলোয়াড়দের বাসের দিকে ঢিল ছোঁড়ার মতো লজ্জাজনক ঘটনার ব্যাখ্যা হিসেবে কালের কণ্ঠের প্রতিবেদক লিখেছেন: ‘‘আমাদের আবেগ যেমন বাধ মানে না, তেমনি ক্ষুব্ধ হতেও সময় লাগে না৷ উত্তাল আবেগ উত্তপ্ত ক্ষুব্ধতায় রূপ নেওয়া কয়েক সেকেন্ডের ব্যাপার৷''

ইউনূস সংক্রান্ত খবারখবর

এক্ষেত্রে নানা ধরণের তত্ত্ব এবং তথ্যের ছড়াছড়ি৷ চেয়ারম্যান হতে চেয়েছিলেন ইউনূস, জানাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ ওদিকে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যংককে কোনো ধাক্কা না দেওয়ার আবোদন জানিয়েছেন৷ গোটা ইউনূস বৃত্তান্তের কোনটা আইনসঙ্গত, কতোটা সংবিধানিক, তা নিয়ে বিতর্ক চলেছে৷ আর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যে বলেছেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে চিড় ধরবে না, সে খবর সর্বত্র৷ তবে যুক্তরাষ্ট্রের সেনেট ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান জন কেরি যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা'ও প্রথম আলো সহ একাধিক পত্রিকায় স্থান পেয়েছে৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস