1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার বিরুদ্ধে দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ আইন প্রতিমন্ত্রীর

২১ অক্টোবর ২০১০

বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়া দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন বলে অভিযোগ আইন প্রতিমন্ত্রীর৷ তিনি দাবি করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করার ঘোষণার পর দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে৷

https://p.dw.com/p/Pk8n
ছবি: Mustafiz Mamun

অন্যদিকে, বিএনপি দফতর সম্পাদক বলেছেন, শাসক দল দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে৷

ঢাকায় এক অনুষ্ঠানে বৃহস্পতিবার আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন, ‘‘খালেদা জিয়া দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন৷ খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার প্রতিরোধের ঘোষণা দেয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে৷ এবং তা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে৷'' তিনি দাবি করেন, নাটোর, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের ঘটনা একই সুতায় গাঁথা৷ এর পেছনে রয়েছে নেপথ্য কারিগর৷ দেশের পরিবেশকে অস্থিতিশীল করাই এসবের উদ্দেশ্য, অভিযোগ আইনমন্ত্রীর৷

তিনি বলেন, এতসব করেও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবেনা, যুদ্ধাপরাধীরা যতই ক্ষমতাধর হোক৷ আর তারা যতই আস্ফালন করুক তাদের বিচারের মুখোমুখি হতেই হবে৷ তিনি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, বাগাড়ম্বর আর অশ্লীল কথা বলে গ্রেফতার এড়ানো যাবে না৷ যুদ্ধাপরাধী সবাইকে যথাসময়ে গ্রেফতার করা হবে৷

অন্যদিকে, বিএনপির দফতর সম্পাদক রিজভী আহমেদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, সরকার দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে৷ তারা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত রেখেছে৷ হত্যা করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের৷ তিনি জানান, শাসকদলের হাতে বিএনপির আহত ও নিহতদের তালিকা প্রকাশ করা হবে৷

রিজভী আহমেদ বলেন, দমনপীড়ন চালিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যাবেনা৷ আওয়ামী লীগকে জবাব দেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক