‘গাঁজা সেবনে উৎসাহ দেয়া ঠিক নয়' | পাঠক ভাবনা | DW | 13.06.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘গাঁজা সেবনে উৎসাহ দেয়া ঠিক নয়'

‘গাঁজা পরিমাণমতো সেবনে অনেক উপকার হয়' বিষয়ক ছবিঘরটি দেখে ডয়চে ভেলের অনেক পাঠকই আমাদের ফেসবুক পাতায় এর বিরোধিতা করেছেন৷ লিখেছেন, ‘গাঁজা সেবনে উৎসাহ দেয়া ঠিক নয়৷'

বন্ধু মারুফ লিখেছেন, ‘‘গাঁজা সেবনে কোনো উপকারই নেই৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে এবং নেদারল্যান্ডস সহ আরো কয়েকটা ইউরোপিয়ান দেশ গাঁজাকে নিয়ন্ত্রণ করতে না পেরে শেষ পর্যন্ত নির্দৃষ্ট মাত্রায় গাঁজা সেবনের অনুমতি দিয়েছে৷''

পাঠক পল্লব মনে করছেন ডয়চে ভেলে গাঁজা সেবনে উৎসাহ দিচ্ছে৷ তিনি লিখেছেন, ‘‘ডয়চে ভেলের বোঝা উচিত, বাংলাদেশ একটি রক্ষণশীল দেশ৷ এ দেশের কৃষ্টি-কালচার বহু শতাব্দী ধরে চলে আসছে, যা এই ধরনের মাদক দ্রব্যকে কখনোই সমর্থন করে না৷''

শফিউল ইসলাম রিপনের মন্তব্য: ‘‘এ ধরনের রোগ থেকে মুক্তি বা তার প্রতিকারে গাঁজা সেবনের যুক্তি দেখানো ঠিক নয়৷ এতে করে যারা মাদক খায়, তাদের আরো উৎসাহ বাড়বে৷'' তাই এটি সেবনের ফলে মানবদেহে কী কী ক্ষতি হতে পারে, সেটা তুলে ধরে উচিত বলে মনে করেন তিনি৷ বিশ্বে তামাক বাণিজ্যের পরিমাণ ৭৭০ বিলিয়ন ডলারের মতো আর তার সঙ্গেগাঁজাকে বৈধতা দিলে এগুলোর ব্যবসা চাঙ্গা হবে এবং মানবদেহে এর নেতিবাচক প্রভাব দিন দিন বাড়তে থাকবে৷''

‘‘ডয়চে ভেলে গাঁজা খেতে উৎসাহিত করছে'' – মন্তব্য মো.আজিমুল হায়দায়ের৷ আর পাঠক নুরুল আমিন একটু ব্যাঙ্গো করেই প্রশ্ন করেছেন, ‘‘তবে কি ইয়াবাও পরিমাণ মতো নিলে উপকার হবে?''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন