1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গিলানির দাবি, লাদেন পাকিস্তানে নেই

৪ ডিসেম্বর ২০০৯

আলকায়েদা ও তালেবান বিরোধী অভিযান নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তান এবং ব্রিটেনের নেতৃবৃন্দের মধ্যে৷ বৃহস্পতিবার লন্ডনে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে তা বেশ স্পষ্টভাবেই ধরা পড়েছে৷

https://p.dw.com/p/Kpy8
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি (ফাইল ফটো)ছবি: AP

দুই দেশের মধ্যে মতপার্থক্যের বিষয় হল আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন৷ গত সপ্তাহে কমনওয়েলথ সম্মেলনে দেওয়া বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন পাকিস্তানের প্রতি আহ্বান জানান ওসামা বিন লাদেন এবং তার প্রধান সহযোগী আইমান জাওয়াহিরিকে খুঁজে বের করার জন্য৷ ইঙ্গিতটা ছিল বেশ স্পষ্ট, লাদেন পাকিস্তানে লুকিয়ে আছেন এবং তাকে ধরিয়ে দেওয়াটা এখন পাকিস্তানেরই দায়িত্ব৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে পাকিস্তানে৷ চার দিনের জার্মানি সফর শেষে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ব্রিটেন যান৷ সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গিলানি জানান যে তিনি মনে করেন না আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়ে আছেন৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সামরিক ও গোয়েন্দা সূত্রে বেশ ভালো সহযোগিতা রয়েছে৷ যে তথ্য আপনারা দিচ্ছেন সেটি সঠিক কিনা তাতে আমার সন্দেহ রয়েছে৷ কারণ আমি মনে করি না যে ওসামা বিন লাদেন পাকিস্তানে রয়েছে৷

Gordon Brown G8 Gipfel in Italien
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন (ফাইল ফটো)ছবি: picture alliance / empics

আল কায়েদা পাকিস্তানে বসেই ব্রিটেনের বিরুদ্ধে চক্রান্ত করছে, এমন তথ্যের সঙ্গেও পুরোপুরি দ্বিমত জানিয়েছেন গিলানি৷

অপরদিকে সংবাদ সম্মেলনে গিলানির সঙ্গে দ্বিমত না জানালেও নিজ অবস্থান থেকে সরে আসেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রাউন৷ পাকিস্তান সরকার এবং সেদেশের সকল রাজনৈতিক দলকে সন্ত্রাসের বিরুদ্ধে একত্র হওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি তিনি মনে করিয়ে দেন৷ সন্ত্রাস বিরোধী অভিযান আরো জোরদার করার আহ্বান জানিয়ে ব্রাউন বলেন, আমরা যা আলোচনা করেছি তা হল আমাদের একসঙ্গে কাজ করতে হবে, প্রচেষ্টা আরো জোরদার করতে হবে৷ এবং এটা নিশ্চিত করতে হবে যে সম্ভাব্য সকল উপায় ঠিকমত কাজে লাগানো হয়েছে৷

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন আফগান কৌশলের অংশ হিসেবে আরো মার্কিন সেনা পাঠানোর যে ঘোষণা দিয়েছেন তার আরো ব্যাখ্যা চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানি৷ তিনি জানিয়েছেন ইতিমধ্যে এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কথা বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার