1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চরম শীতে গরম স্নান

১৮ জানুয়ারি ২০১৮

সত্যিকারের শীত দেখতে চান তো রাশিয়ার ইয়াকুশা অঞ্চলের ওইমিয়াকন গ্রামটিতে চলুন৷ ১৬ই জানুয়ারি, ২০১৮ তারিখে সেখানে পারদ নেমেছিল মাইনাস ৬৭ ডিগ্রিতে৷ আর এর মধ্যে একদল চীনা পর্যটক উষ্ণ জলে খালি গায়ে স্নান করছিলেন৷

https://p.dw.com/p/2r3k2
ছবি: picture alliance/AP Photo/sakhalife.ru/A. Gruzdeva

রাষ্ট্রীয় টেলিভিশনেই দেখানো হয়েছে, ওইমিয়াকন গ্রামে কিভাবে থার্মোমিটারের সব দাগ ছাড়িয়ে অতলে চলে যাচ্ছে – থার্মোমিটারেরই বা দোষ কি, তার মাপার ক্ষমতা যে মাইনাস ৫০ ডিগ্রিতেই শেষ৷

ভাবুন, এ এমন শীত যে, ইয়াকুশাতেও সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে; পুলিশ বাবা-মায়েদের বলেছে, ছেলেপিলেদের বাড়ির ভিতরে রাখতে৷ তবে যে শীতে থার্মোমিটার জমে যায়, সে শীতে কি আর পাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গে খেলতে যাওয়া যাবে?

সপ্তাহান্তেই তো ইয়াকুশায় দু'জন মানুষ তাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার দরুণ পায়ে হেঁটে গ্রামে ফিরছিলেন – কিন্তু পৌঁছতে পারেননি৷ তার আগেই শীতে ‘জমে গিয়ে' প্রাণ হারিয়েছেন৷ আবার এ-ও সত্যি যে, ওই দু'জনের সঙ্গে যে আরো তিনজন ছিলেন, আরো বেশি গরম জামাকাপড় পরা থাকায়, তাঁরা প্রাণে বেঁচেছেন৷

রাজধানী মস্কো থেকে প্রায় ৩,৩০০ মাইল পূর্বে ইয়াকুশিয়ায় লাখ দশেক মানুষের বাস ও তারা সবাই সাইবেরিয়ার শীতে অভ্যস্ত৷ চলতি শৈত্য প্রবাহ (!) সম্পর্কে ইয়াকুশিয়ার গভর্নর বলেছেন, কুছ পরোয়া নেহি, সব বাড়িতে আর অফিস-কাছারিতে সেন্ট্রাল হিটিং আছে, বাড়তি জেনারেটর আছে৷

তবে এই অবস্থার মধ্যে চীনের কয়েকজন পর্যটক একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছেন৷ খালি গায়ে খোলা জায়গায় স্নান করছিলেন তারা৷ তবে পানিটা ছিল গরম৷ তাই ইন্ডেপেনডেন্ট এর এই ভিডিও প্রতিবেদনটি ভাইরাল হতে সময় লাগেনি৷

পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

এসি/এসিবি (এপি)