1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডোনাল্ড ট্রাম্প সুস্থ’

১৭ জানুয়ারি ২০১৮

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম ‘ফিজিক্যাল’ বা স্বাস্থ্য পরীক্ষার পর হোয়াইট হাউসের ডাক্তার বলেছেন যে, ট্রাম্প পুরোপুরি সুস্থ৷ ইতিপূর্বে ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটিতে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল৷

https://p.dw.com/p/2qyNo
ছবি: Reuters/L. Jackson

হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন মঙ্গলবার বলেন যে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের চলতি মেয়াদ শেষ হওয়া অবধি শারীরিকভাবে ফিট ও সুস্থ থাকার ভালো সম্ভাবনা আছে৷ 

‘‘এক কথায় বলতে গেলে, প্রেসিডেন্টের সামগ্রিক স্বাস্থ্য চমৎকার,’’ ওয়াশিংটনে রিপোর্টারদের একটি ব্রিফিংয়ে জ্যাকসন বলেন৷

‘‘সারাজীবন ধূমপান ও মদ্যপান বর্জন করে চলা থেকে হৃদযন্ত্র ও সামগ্রিক স্বাস্থ্যের যেসব দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায়, (ট্রাম্প) পূর্বাপর তা থেকে উপকৃত হচ্ছেন,’’ জ্যাকসন বলেন৷ কিন্তু সঙ্গে যোগ করেন যে, ট্রাম্প আরো কম চর্বিযুক্ত খাবার খেলে ও বেশি শারীরিক অনুশীলন করলে ভালো হবে৷

নৌবাহিনীর ডাক্তার জ্যাকসন গত শুক্রবার মেরিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ৭১ বছর বয়সি প্রেসিডেন্টকে পরীক্ষা করেন৷ পরীক্ষায় প্রধানত ট্রাম্পের হৃদযন্ত্রের ক্রিয়ার দিকে মনোযোগ দেওয়া হয় ও তা স্বাভাবিক ছিল বলে জ্যাকসন জানান৷

ট্রাম্প ‘খুবই তীক্ষ্ণবুদ্ধির’

ডক্টর জ্যাকসন সংবাদ সম্মেলনে বলেন যে, স্বাস্থ্য পরীক্ষায় একটি ‘কগনিটিভ টেস্ট’ বা বোধশক্তির পরীক্ষাও রাখা হোক বলে প্রেসিডেন্ট স্বয়ং অনুরোধ করেছিলেন৷ প্রধানত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটির কারণে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে যে জল্পনা-কল্পনা চলেছে, সম্ভবত তার অন্ত ঘটাতে চান তিনি৷

জানুয়ারি মাসের সূচনায় প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইটিতে ট্রাম্পকে একজন অপটু, শিশুসুলভ ব্যক্তিত্ব হিসেবে দেখানো হয়েছে – যার ফলে প্রেসিডেন্ট হিসেবে তাঁর কাজ করার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে৷

ট্রাম্প যে বোধশক্তি সংক্রান্ত কোনোরকম সমস্যায় ভুগছেন, তিনি তার কোনো প্রমাণ দেখেননি বলে জ্যাকসন জানান৷

‘‘মানসিকভাবে প্রেসিডেন্ট খুবই তীক্ষ্ণবুদ্ধির, খুবই অক্ষুণ্ণ... উনি ওনার কাজের জন্য উপযোগী,’’ জ্যাকসন বলেন৷ ‘‘উনি ওনার বাদবাকি কর্মকাল, এমনকি আরো একটি (চার বছরের) কর্মকালের জন্য উপযোগী থাকবেন বলে আমার ধারণা,’’ বলেন জ্যাকসন৷

ট্রাম্প ৭০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ তাঁর আগে অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট এতো বেশি বয়সে এ দায়িত্ব গ্রহণ করেননি৷

এসি/এসিবি (রয়টার্স, এএফপি, এপি)