1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে বয়স্কদের সংখ্যা বাড়ছে, হচ্ছে দ্রুত নগরায়ন

২৯ এপ্রিল ২০১১

চীনের জনসংখ্যা কাঠামোয় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে৷ অর্থনৈতিক সুযোগ সুবিধার আশায় দলে দলে শহরমুখি হচ্ছে অনেকে৷ ‘এক সন্তান’ নেওয়ার সরকারি জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সমস্যায় ফেলেছে চীনকে৷

https://p.dw.com/p/1164i
ছবি: picture-alliance/ dpa

বৃহস্পতিবার চীনে আদমশুমারির ফল প্রকাশ করা হয়েছে৷ তাতে দেখা গেছে, ২০১০ সালে দেশটির মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১শ' ৩৪ কোটিতে৷ গত ১০ বছরে চীনের জনসংখ্যা ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে৷

চীনের আদমশুমারির প্রতিবেদনে আরো যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, চীনে দ্রুত নগরায়ন ঘটছে এবং বেশি বয়সের মানুষ সংখ্যায় বাড়ছে৷ ২০০০ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ছিলো ১শ' ২৭ কোটি৷

দ্রুত নগরায়ন এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির প্রবণতার কারণে আগামী বছরগুলোতে শ্রম বাজারে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ দেশটির সম্ভাব্য শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে৷ শহুরে জীবনযাত্রার ব্যয়ভার বাড়ছে, যেমন বেইজিং-এর কথা ধরলে, সেখানে বাবা মায়েরা আরেকটি সন্তান নেবার কথা চিন্তা করার আগে, চিন্তা করেন তারা আরেকটি সন্তানের ব্যয়ভার বহন করতে পারবেন কিনা৷ অর্থাৎ মুখ্য বিষয়টি সন্তান নেওয়া নয়, মুখ্য বিষয় ব্যয়ভার বহন করা৷

বেইজিং-এর ফ্যাশন অঞ্চল হিসেবে খ্যাত সানলিতুন -এ তার তিন বছর বয়সের ছেলের হাত ধরে ঘুরছিলেন ২৯ বছর বয়স্ক গৃহবধূ লি টং৷ তিনি অভিযোগ করে বললেন, ‘‘আমি এমনকি এই একজনকেই কিন্ডারগার্টেনে দিতে পারছি না৷'' তিনি বললেন, ‘‘আমাদের জন্যে শিক্ষা একটি অনেক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আমার অনেক বন্ধু রয়েছেন, যারা কোন বাচ্চাই নিতে চান না৷ আমার জন্যে এই একটাই যথেষ্ট৷''

হংকং বা সিঙ্গাপুরের মানুষের মত চীনের শহরে বসবাসকারী জনগোষ্ঠীও বড় পরিবারের ব্যয়ভার বহন করতে পারছেন না৷ ৩৫ বছর বয়সি ওয়াং গুই৷ তার চারবছর বয়সের একটি ছেলে রয়েছে৷ তিনি বললেন, ‘‘আমরা আসলে আরো একটা নিতে চেয়েছিলাম, এবং বর্তমান নিয়ম অনুয়ায়ী আমরা চাইলে আরেকটা বাচ্চা নিতেও পারি''৷ চীনের একটি সরকারি স্থাপনাতে কর্মরত গুই বলেন, ‘‘কিন্তু আমি মনে করি ব্যয়ভারের কারণেই আমরা সেটা পারবো না৷ আরেকজনের খরচ চালানোটা আমাদের জন্যে অনেক বেশি চাপের ব্যপার হয়ে দাঁড়াবে৷''

শহরের অধিকাংশ পরিবারের জন্য এক সন্তাননীতির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে চীনের সরকারের কঠোর হস্তক্ষেপ দেশটির বার্ষিক জন্মহার এক শতাংশেরও নীচে নামিয়ে এনেছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক