1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছয় বছরের শিশুকন্যা আঁকলো গুগল লোগো

৮ মার্চ ২০১১

লায়লা কার্পুজের বয়স মাত্র ছয় বছর৷ নিবাস আয়ারল্যান্ডের ডাবলিন৷ এই অল্প বয়সেই সংবাদ শিরোনাম হয়েছে লায়লা৷ গুগলের লোগোতে বিশেষ রূপ দিয়েছে সে৷ যা গুগলের কল্যাণেই ছড়াবে লাখো মানুষের কাছে৷

https://p.dw.com/p/10V2A
গুগল লোগোতে মাঝে মাঝেই পরিবর্তন আসে (ফাইল ফটো)

বিভিন্ন উপলক্ষ্যে গুগল তার লোগোতে পরিবর্তন আনে৷ বিশেষ কোন দিন কিংবা আয়োজনের সঙ্গে গুগলের লোগোর এই পরিবর্তনকে বলা হয় ডুডল৷ আয়ারল্যান্ডে ডুডলস ফর গুগল এর তৃতীয় আয়োজনে জয়ী হন লায়লা৷

প্রশ্ন আসতে পারে কি এমন একেছিলেন লায়লা? ছোট্ট এই স্কুলকন্যার কথায়, আমার ছবিতে তুমি ভালোবাসা মানে হৃদয়ের খোঁজ পাবে, এতে রয়েছে কোঁকড়ানো চুলের গুচ্ছ, নানা ঢংয়ে হ্যাট পড়া মানুষের ছবিসহ অনেক কিছু৷

সে আরো জানালো, আমি আমার ছবিতে অনেক রংয়ের ব্যবহার করেছি৷ ছবিটা আমার নিজেরই অনেক পছন্দ হয়েছে৷

ডুডল প্রতিযোগিতা জয়ের ফলে লায়লা'র স্কুল ম্যারি মাদার অফ হোপ জুনিয়র স্কুল পাচ্ছে ১০ হাজার পাউন্ড৷ এছাড়া লায়লা এবং তার ক্লাস শিক্ষক পাবেন একটি করে ল্যাপটপ৷

ভেবে বসবেন না, লায়লা বুঝি ছোট বলে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে৷ বিষয়টি মোটেই সরকম নয়৷ বরং বেশ শক্ত প্রতিযোগিতার পরই এই জয় ডাবলিন কন্যার৷ এই বিষয়ে গুগল কর্মকর্তা মাইক ডোটন এর মন্তব্য, আমাদের ওয়েব ডিজাইনার এবং সিনিয়ার ডুডলারদের বিবেচনায় সামগ্রিকভাবে প্রতিযোগিতায় জিতেছে লায়লা৷

উল্লেখ্য, গত জানুয়ারিতে ডুডল প্রতিযোগিতার ৬০ আঞ্চলিক বিজয়ীর নাম ঘোষণা করে গুগল৷ এরপর অনলাইন ভোটাভুটির পর সোমবার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান