1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ের মজা

২২ এপ্রিল ২০১২

আবারও বিয়ে করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা৷ আর এটা নিয়ে ষষ্ঠবারের মত বিয়ের পিঁড়িতে বসলেন ৭০ বছর বয়সী এই রাজনীতিক৷ আফ্রিকার সংস্কৃতিতে বহুবিবাহ খুবই স্বাভাবিক একটি ঘটনা৷

https://p.dw.com/p/14jBq
ছবি: picture-alliance/dpa

একসঙ্গে দুই কিংবা তিনজন স্ত্রী রাখা আফ্রিকার সংস্কৃতিরই একটি অংশ৷ জ্যাকব জুমাও তার ব্যতিক্রম নন৷ তাই এখন তার চারটি স্ত্রী, এটি বলতে তিনি মোটেই কুণ্ঠাবোধ করেন না৷ তার আরও দুই স্ত্রী ছিলো, তাদের মধ্যে একজন আত্মহত্যা করেন, আর অন্যজনের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে৷ নতুন স্ত্রী বোংগি এনগেমা অনেকদিন ধরেই বাগদত্তা হিসেবে ছিলেন৷ এই সপ্তাহান্তে আনুষ্ঠানিকভাবে জুমার সংসারে আসলেন তিনি৷ এই নিয়ে গত চার বছরে তিন তিনটি বিয়ে করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট৷

জ্যাকব জুমার সন্তান সংখ্যাও কম নয়, মোট ২১ জন৷ তার মধ্যে নতুন স্ত্রী বোংগির ঘরেও তার সাত বছরের এক ছেলে রয়েছে৷ দক্ষিণ আফ্রিকায় ফার্স্ট লেডির কোন পদ নেই৷ সেটি অবশ্য জুমার জন্য ভালোই হয়েছে, নয়তো চার বিবির কে যে ফার্স্ট লেডি হতেন সেটি নিয়ে তিনি বেশ মুশকিলেই পড়তেন৷ তবে তাদের খরচটা কিন্তু রাষ্ট্রের কোষাগার থেকেই যাচ্ছে৷ সেটি নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না জুমা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য