1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিদমন অপারেশনে পাকিস্তানকে চাপ দেবেনা অ্যামেরিকা

২২ জানুয়ারি ২০১০

তালেবান দমনে পাকিস্তান যে ধরণের তত্পরতা শুরু করেছে বিগত বেশ কিছুদিন ধরে, সেই বিষয়ে আরও কিছু পরামর্শ দিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এখন ইসলামাবাদে৷ তবে তালেবান দমনের অপারেশনে পাকিস্তানকে চাপ দেবে না যুক্তরাষ্ট

https://p.dw.com/p/LdOZ
নতুন দিল্লী থেকে ইসলামাবাদে পৌঁছেছেন গেটসছবি: AP

আগামী এক বছর তালেবান দমনে নতুন কোন উদ্যোগ নেবে না বলে জানিয়েছে পাকিস্তান৷ সাম্প্রতিক অতীতে পাকিস্তানের প্রত্যন্ত এলাকাগুলিতে ঘাঁটি গেড়ে বসা তালেবান এবং আল কায়েদা জঙ্গিদের দমন করতে পাকিস্তান এক বিপুল উদ্যোগ নিয়েছে৷ পুরোদস্তুর সেনা নামিয়ে জঙ্গিদমনের জন্য ইসলামাবাদের এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে উচ্চ প্রশংসিতও হয়৷ কিন্তু অতি সম্প্রতি ইসলামাবাদ জানিয়েছে, দেশের অভ্যন্তরে বেড়ে ওঠা তালেবান দমনে অন্তত আগামী এক বছর তারা আর সেভাবে তত্পর হবে না৷ কারণ তার ফলে দেশের ভিতরে নানারকম অসুবিধার সৃষ্টি হওয়া ছাড়াও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে পাকিস্তানের সরকার৷

ইসলামাবাদ এই সিদ্ধান্ত ঘোষণা করার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বৃহস্পতিবার পাকিস্তান সফরে যান৷ সেখানে পাকিস্তানি সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে তিনি বোঝানোর চেষ্টা করেন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ঘাঁটি গেড়ে বসে থাকা আফগান তালেবানদের দমন করাটা কত গুরুত্বপূর্ণ৷ পাকিস্তান আগাম জানিয়ে রেখেছিল, সীমান্তে ঘাঁটি গাড়া তালেবানদের সঙ্গে সংঘর্ষে জড়াতে চায় না পাকিস্তান সরকার৷ কারণ, তারা পাকিস্তানের সীমান্তে ঘাঁটি গাড়লেও মূলত লড়াই করে আফগানিস্তানের মার্কিনবাহিনীর সঙ্গে৷ পাকিস্তানের বিরুদ্ধে তারা কোনরকম শত্রুতা করে না৷

Flash-Galerie Pakistan: Militär in Bannu, Waziristan
তালেবান দমনে সেনা অভিযান চালিয়েছিল পাকিস্তান সরকারছবি: AP

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস-এর এবারের পাকিস্তান সফর এই প্রথমবার৷ শেষবার তিনি বুশ জমানায় ২০০৭ সালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পাকিস্তানে এসেছিলেন৷ অ্যামেরিকা-পাকিস্তান সম্পর্ক সাম্প্রতিক অতীতে এই জঙ্গিদমন ইস্যুতে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তবে এই জঙ্গিদমনের বিষয়ে ওয়াশিংটন পাকিস্তানকে কোনরকম চাপ দিতে চায় না বলে খোলসা করে দিয়েছেন গেটস বৃহস্পতিবার৷ তাঁর বক্তব্য, আফগান-পাকিস্তান সীমান্তবর্তী আল কায়েদা জঙ্গিগোষ্ঠী এবং পাকিস্তানের অভ্যন্তরের তালেবান এরা সকলেই একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং একে অপরের সঙ্গে জড়িত৷ সুতরাং সাংমগ্রিকভাবে দেখতে গেলে পাকিস্তান যদি জঙ্গিদের দমন করতেই চায় তাদের উচিত হবে সীমান্তের জঙ্গিদেরও দমন করা৷ যদিও পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাসের জবাব, পাকিস্তানি তালেবান আর আফগান তালেবান যে একে অপরের সঙ্গে সম্পর্কিত তার কোন প্রমাণ কোথাও নেই৷ দ্বিতীয়ত, পাকিস্তান চায় না তার সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করে সীমান্তের জঙ্গিদের পিছু ধাওয়া করতে যারা আদতে পাকিস্তানের তেমন কোন ক্ষতি করছে না৷ নতুন আফগানিস্তান নীতি নিয়ে ওয়াশিংটন আরও ত্রিশ হাজার সেনা পাঠাচ্ছে আফগানিস্তানে৷ উদ্দেশ্য, সীমান্তবর্তী জঙ্গিদের চরমভাবে দমন করা৷ আর সেই লক্ষ্যে পাকিস্তানের সহায়তা প্রত্যাশা করছে অ্যামেরিকা৷ দুইদিনের জন্য পাকিস্তান সফরে সেই কথাই জোর দিয়ে বলতে চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- আরাফাতুল ইসলাম