1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতর্ক বন্ধ করুন: বিশ্বব্যাংক

২০ জুন ২০১৩

উষ্ণায়নের উচ্চমাত্রা জলবায়ু পরিবর্তনে খুব বড় ভূমিকা রাখছে৷ তার জন্য মানুষই দায়ী কিনা এ বিতর্ক খুব জমে উঠেছে৷ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মনে করেন, আর সময় নষ্ট না করে এক্ষুনি এ বিতর্ক বন্ধ করা উচিত৷

https://p.dw.com/p/18t80
ছবি: REUTERS

গত মাসে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরই শুরু হয় বিতর্ক৷ প্রতিবেদনটিতে দাবি করা হয় ১৯৮০ সাল থেকে জলবায়ু পরিবর্তনের কারণ অনুসন্ধানে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণার ৪ হাজার প্রতিবেদনের ৯৭ থেকে ৯৮ ভাগই বলছে, উষ্ণায়নের জন্য মানুষই দায়ী৷ মানুষকেই প্রায় সন্দেহাতীতভাবে একমাত্র কারণ হিসেবে তুলে ধরায় প্রতিবেদন নিয়ে সন্দেহ পোষণ করেছেন অনেকে৷ তাঁদের ধারণা, প্রতিবেদনটি তৈরি হয়েছে ভুলক্রমে কয়েক হাজার বৈজ্ঞানিক প্রতিবেদনকে বিবেচনার বাইরে রেখে৷ তাঁদের মতে, এমন ভুল না হলে বিশ্বের উষ্ণায়ন দ্রুত বেড়ে যাওয়ার জন্য মানুষকে এতটা দায়ী করা অসম্ভব৷ তবে জিম ইয়ং কিম সেই বিতর্ককে মনে করছেন স্রেফ সময়ের অপচয়৷ বিশ্বব্যাংক সভাপতি বুধবার লন্ডনে বলেছেন, ‘‘(জলবায়ু পরিবর্তনের জন্য) মানুষ দায়ী কিনা – এ বিতর্ক বন্ধ করার সময় এসেছে৷''

বিতর্ক অনেক সময় বিপদ এড়ানোর সময় কমিয়ে দেয় – এই দৃষ্টিকোণ থেকে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব বোঝাতেই এমন মন্তব্য করেছেন জিম ইয়ং কিম৷ মানুষই যে উষ্ণায়ন অস্বাভাবিক মাত্রায় বাড়ানোর জন্য দায়ী, এই সত্যকে অস্বীকার করা তাঁর মতে বিজ্ঞানকে অস্বীকার করার শামিল৷

পৃথিবীর সব দেশই বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াস বা ৩ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত৷ বিশ্বব্যাংক এবং আরো কিছু প্রতিষ্ঠানের অনুমান শিল্প বিপ্লবের পর থেকে খুব অল্প সময়েই উষ্ণায়ন ০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে৷ এ হারলে বাড়তে থাকলে বড় রকমের বিপর্যয় অনিবার্য বলে মনে করেন বলেই আর বিতর্কে সময় নষ্ট না করে উষ্ণায়ন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কাজ শুরু করার তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংক সভাপতি৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য