1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানি গ্রান্ড প্রিক্স শিরোপা জিতলেন জার্মানির ফেটেল

১০ অক্টোবর ২০১০

গত বছরের মত এবারও ফর্মুলা ওয়ানের জাপানি গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতলেন জার্মানির সেবাস্টিয়ান ফেটেল৷ একই সঙ্গে নিজ দল রেড বুলের অপর ড্রাইভার মার্ক ওয়েবার হয়েছেন দ্বিতীয়৷

https://p.dw.com/p/PaZS
Red Bull Formula One driver Sebastian Vettel
ট্রফিতে চুমু খাচ্ছেন ফেটেলছবি: AP

সেবাস্টিয়ান ফেটেল রেসের নির্ধারিত ৫৩টি ল্যাপ বা চক্কর শেষ করতে সময় নেন এক ঘন্টা ৩০ মিনিট ২৭ সেকেন্ড৷ তাঁর পরেই ছিলেন স্বদেশী ও রেড বুলের আরেক ড্রাইভার মার্ক ওয়েবার৷ রেসে তৃতীয় হয়েছেন ফেরারির ফার্নান্ডো আলোন্সো৷ এর আগে শনিবার বৃষ্টির কারণে রোববার কোয়ালিফাইং রাউন্ড হওয়ার কথা থাকলেও তা বাতিল করে দেয় আয়োজকরা৷

এদিকে জয়ের পর ফেটেল ছিলেন বেশ উচ্ছ্বসিত৷ তিনি বলেন, এটা একটা দারুণ দিন৷ রেসের শুরুটাই আসল৷ আমি আর ওয়েবার দুজনই ট্র্যাকের ভেতর ছিলাম এবং রেসে আমাদের নিয়ন্ত্রণ বজায় ছিল৷ শেষ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছি৷

এদিকে রেসের শুরুটি ছিল বেশ ঘটনাবহুল৷ কারণ প্রথম ল্যাপটি শেষ হওয়ার আগেই রেসের ছয়টি গাড়ি দুর্ঘটনায় পড়ে৷ ফলে তাদের বিদায় নিতে হয়৷ এর মধ্যে রয়েছেন ফেরারির ফেলিপ মাসা৷ রেস শুরু হওয়ার পরপরই তাঁর গাড়ি গিয়ে আঘাত হানে ফোর্স ইন্ডিয়ার ভিতানতোনিওর লিউজ্জির গাড়ির সঙ্গে৷ ফলে দুজনই বিদায় নেন৷ এর বাইরে একই কারণে আরও চারটি গাড়ি রেস থেকে ছিটকে পড়ে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক